পরাজয়ের পদাবলী

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ১২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তবু দিনশেষে বোঝাপড়ায় যেতে হয়
তাপ কিংবা পরিতাপ সর্বস্ব করে
ফিরতে হয় ব্যক্তিগত দুঃখদের কাছে
যারা আছে বুকপকেটের একটু নিচে
এই অরাজক জন্মদেশে কী নিদারুণ পবিত্রতায়!


মন্তব্য

অনিন্দ্য রহমান এর ছবি

সুপার হইসে ...

তবে কোনো দুঃখই চূড়ান্ত বিচারে ব্যক্তিগত থাকে না। থাকলে তো সুখই পাইতাম।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শাফায়েত চৌধুরী এর ছবি

ঠিক ধরেছেন। কিন্তু প্রবলেমটা হলো ব্যক্তি তার
ব্যক্তিগত নিয়ে কখনও সমষ্টিতে যেতে পারে না।
ব্যক্তিগত বিশয়আশয়ের সামষ্টিক ভূরিভোজে ব্যক্তি
হারায়ে যায়, হারায়ে যায় তার অর্জিত এবং প্রাপ্তি।

এটাই আয়রনি।

কৃতজ্ঞতা আপনাকে। প্রায়ই আমাকে
মন্তব্যধন্য করেন। কৃতজ্ঞতা জানানো হয় না।
এটা ব্যক্তিগত ইচ্ছাপ্রসূত নয়, ব্যক্তিরহিত।

shafayet

ফকির লালন এর ছবি

বাহ, খাসা! ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

সুন্দর।
ভাই, শেষ শব্দটা কি 'পবিত্রতায়' হবে, নাকি 'পবিত্রায়' এর অন্য কোন অর্থ আছে?

অনন্ত আত্মা

শাফায়েত চৌধুরী এর ছবি

অতি অবশ্যই ‌'পবিত্রতায়'। টাইপো। ইস্ আরও একটা ভুল, আরও একটা দুঃখ, বুকপকেটের তলায়।

কৃতজ্ঞতা আপনাকে।

shafayet

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।