বুদবুদ

শশাঙ্ক বরণ রায় এর ছবি
লিখেছেন শশাঙ্ক বরণ রায় (তারিখ: মঙ্গল, ২২/০৪/২০০৮ - ৪:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কব্যমগ্ন হয়ে নদী-মেঘে বহুকাল বিচরণ শেষে
বুঝিলাম তুমি এক বিশুদ্ধ গণিত


মন্তব্য

সবুজ বাঘ এর ছবি

হুম। বুঝলাম। মালডা বড় করেন না দাদা।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ হইসে!!
টুকে রাখলাম
পরে কোথাও মাইরা দিব!!

স্পর্শ

ফারুক ওয়াসিফ এর ছবি

জ্বি স্যার! এই হইল দেশের অবস্থা!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

অছ্যুৎ বলাই এর ছবি

সচলে ওয়েলকাম।
বুঝলাম, এই লোকটাও সুমন চৌধুরীর মত দুর্বোধ্য অণু-পরমাণু কবিতা দিয়ে ব্যাপক জ্বালাবে!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- ইয়া হাবিবি।
নামেই পরিচয় মেলে।
অণুকাব্য হয়েই গেলো!
_________________________________
<সযতনে বেখেয়াল>

খেকশিয়াল এর ছবি

হাহাহা বেশি জোশ ! বেশি জোশ !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শেখ জলিল এর ছবি

দারুণ লিরিক!
..সচলে স্বাগতম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুমন চৌধুরী এর ছবি

আইছস্?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধ্রুব হাসান এর ছবি

..............................
...........................

শশাঙ্ক বরণ রায় এর ছবি

ধন্যবাদ সবাইকে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।