ঠোঁট আর কাপের গল্প

শেখ নজরুল এর ছবি
লিখেছেন শেখ নজরুল [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১০/১২/২০০৯ - ৮:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঠোঁট আর কাপ মিলিত হয়েছে ভাষায়-ভাঙনে বহুবার
চারপাশ থেকে উচ্চারিত হয়েছে শব্দ-চুকচুক, চাক-চাক

আবেনময়ী চাঁদবাঁকা সেই ঠোঁট আর কাপের দূরত্ব দেখি
দেখি তাদের- শীর্ণতায়, শুষ্কতায়- করিডর ও পাঠশালায়

খুববেশি হলে ঠোঁটের ছাপচিত্র মাখে কিছু রঞ্জিত পেলব
আর কাপের ধনাঢ্য শরীরে ফিরেআসা ঠোঁটের ধূম্রজাল।

ঠোঁট আর কাপ মিলিত হয়েছে দিনে-রাতে, ঝড়ে-বন্যায়
ঠোঁট আর কাপ বৃক্ষের বাঁকলের মতো করেছে সহবাস

ঠোঁট আর কাপ ভোরকে বানিয়ে দিয়েছে উড়ন্ত সকাল
ঠোঁট আর কাপের দূরত্বে তাই দূরে থাকা হলো না আমার!

ওরাও শক্র হয়েছে আজ; পরস্পর বাড়িয়ে দিচ্ছে গৃহবিবাদ
তর্কক্লান্ত ঠোঁট যখনই আটকে ধরছে কাপের মুখ, তখনই
তরল শক্র পুড়িয়ে দিচ্ছে গোধূলিরাঙানো প্লাবন-ঈশ্বর
ফুসকার মতো ফোসকাভাঙা ঠোঁটেও চলছে তুমুল ভাঙচুর।


মন্তব্য

সচেতন নাগরিক এর ছবি

এইরকম কাবজাব লাইন লিখলেই যে কবিতা হয়ে যায় জানা ছিলো না! আপনি গদ্য লেখেন, ঐ লাইনে আপনার হাত মোটামুটি ভালো। ময়নার গল্প পড়ে ভালো লেগেছে। আর আমার মন্তব্যে বেশী মাইন্ড কইরেন না, আমি অণুকাব্য যুগের মানুষ, হয়ত এত উচ্চমার্গীয় জিনিস আমার মগজে ঢুকছে না বলে কাবজাব মনে হচ্ছে।

শেখ নজরুল এর ছবি

ভালো লাগলো আপনার নির্লোভ মন্তব্যে। ঠিকই বলেছেন, এতো ব্যস্ত মগজে অনু-পরামানু ছাড়া আর কিছু কি রাখা সম্ভব? ভালো থাকবেন।

শেখ নজরুল

শেখ নজরুল

শান্ত [অতিথি] এর ছবি

চমৎকার লাগলো। বেশী ভালো লেগেছে এই দুইটি লাইন

"ঠোঁট আর কাপ মিলিত হয়েছে দিনে-রাতে, ঝড়ে-বন্যায়
ঠোঁট আর কাপ বৃক্ষের বাঁকলের মতো করেছে সহবাস"

ধন্যবাদ চমৎকার এই কবিতার জন্য।

শেখ নজরুল এর ছবি

অনেক কৃতজ্ঞতা রাখলাম। ভালো থাকবেন।

শেখ নজরুল

শেখ নজরুল

তানবীরা এর ছবি

ভালো লেগেছে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শেখ নজরুল এর ছবি

অনেক কৃতজ্ঞতা রাখলাম। ধন্যবাদ।
শেখ নজরুল

শেখ নজরুল

সাইফ তাহসিন এর ছবি

কবিতা বুঝি না, তয় ছড়া লেখলে আইসা কইয়া যামু কেমন লাগসে। ঈমানে কইলাম চোখ টিপি, আর কবিতা খালি আপনের না, কারোটাই বুঝি না, তবে যেইটা লেখে মজা পাইবেন লেখবেন। আপনার প্রোফাইল এর আলুকচিত্র দেখলেই আইসা কমেন্টাইতে ইচ্ছা করে চোখ টিপি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শেখ নজরুল এর ছবি

ধন্যবাদ। আপনার জন্যে হলেও আমি লিখবো।

শেখ নজরুল

শেখ নজরুল

অতিথি লেখক এর ছবি

চমৎকার চিন্তা ঠোট ও কাপ নিয়ে !

দিশা___

শেখ নজরুল এর ছবি

চমতকার এক ধন্যবাদ রাখলাম।
শেখ নজরুল

শেখ নজরুল

অতিথি লেখক এর ছবি

ঠোঁট আর কাপ ভোরকে বানিয়ে দিয়েছে উড়ন্ত সকাল
আশমএরশাদ

শেখ নজরুল এর ছবি

কেমন আছেন এরশাদ ভাই?
শেখ নজরুল

শেখ নজরুল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।