মুক্তিযোদ্ধা এ জে এস এম খালেদের প্রয়াণ

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বিষ্যুদ, ২৬/০৭/২০১২ - ৬:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের কিছুটা পুরানো সদস্য এবং পাঠকদের হয়তো মনে আছে বীর মুক্তিযোদ্ধা এ জে এস এম খালেদের কথা, আমাদের কাছে যার আরেকটি পরিচয়- সচল জিফরান খালেদের বাবা, তিনি দুরারোগ্য এক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। একজন মুক্তিযোদ্ধার প্রতি আমাদের সমগ্র জাতির যে অপরিসীম ঋণ, কৃতজ্ঞতা- তারই অংশ হিসেবে আমরা চেষ্টা করেছিলাম উনার পাশে দাঁড়াতে। যিনি লড়েছিলেন দেশের জন্য, আমরা লড়ছিলাম তাঁর জন্য। আপনাদের অনেকেরই সহৃদয় অংশগ্রহণে আমরা উনার পাশে যথাসাধ্য দাঁড়াতে চেষ্টা করেছিলাম।

গভীর দুঃখের সাথে আপনাদের আজ জানাতে হচ্ছে যে, দীর্ঘ এই যুদ্ধের শেষে জনাব এ জে এস এম খালেদ গত বাইশে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনার মৃত্যুতে, এই ক্রান্তিকালে নিঃসন্দেহে আমাদের বিশাল এক ক্ষতি হলো। আমি জানি কোন শব্দই যথেষ্ট না এই শোককে স্তিমিত করতে- তবু জিফরান ভাই এই শোক কাটিয়ে উঠতে পারবেন, সেই আশা করি।

আমি প্রার্থনায় বিশ্বাসী না, তবু যদি সত্যিই মৃত্যুর ওপারে কিছু থেকে থাকে, উনি সেখানে ভালো থাকুন।


মন্তব্য

ক্রেসিডা এর ছবি

উনি ভালো থাকুন, যেখানেই থাকুন.. ও তার পরিবার শোক কাটিয়ে উঠুক এই কমনা করি।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি

শ্রদ্ধা , আর কিছু লিখতে পারছি না, ভাষা নেই।

নীলকান্ত এর ছবি

শ্রদ্ধা


অলস সময়

অমি_বন্যা এর ছবি

জিফরান শোঁক কাটিয়ে উঠুক আর সেই সাথে বীর যোদ্ধা শান্তিতে থাক পরপারে।

মৃত্যুময় ঈষৎ(অফলাইন) এর ছবি

মন খারাপ শ্রদ্ধা

সুমাদ্রী এর ছবি

শ্রদ্ধা

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

যদি সত্যিই মৃত্যুর ওপারে কিছু থেকে থাকে, উনি সেখানে ভালো থাকুন।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সচল জাহিদ এর ছবি

শ্রদ্ধা


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

আমি প্রার্থনায় বিশ্বাসী না, তবু যদি সত্যিই মৃত্যুর ওপারে কিছু থেকে থাকে, উনি সেখানে ভালো থাকুন।

উনি যেনো সত্যিই ভালো থাকেন।

অনিকেত এর ছবি

আনত শ্রদ্ধা
দেশের আরেক সুযোগ্য সন্তানকে বাঁচাতে আমরা ব্যর্থ হলাম--
এই বেঁচে থাকা দুর্বহ, গ্লানিকর---

অরফিয়াস এর ছবি

শ্রদ্ধা।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কড়িকাঠুরে এর ছবি

শ্রদ্ধা...

ত্রিমাত্রিক কবি এর ছবি

শ্রদ্ধা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফি এর ছবি

শ্রদ্ধা জানিয়ে গেলাম।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক আগে উনার সাথে দেখা করতে আরও কয়েকজন সচলায়তন-সদস্যের সাথে উনার বাসায় গিয়েছিলাম। খবরটা দেখে খারাপ লাগল। আশা করব উনার পরিবার এই শোক সামলে উঠতে পারবেন দ্রুত।

সাবেকা এর ছবি

শ্রদ্ধা ।

জুন এর ছবি

শ্রদ্ধা এবং ভালবাসা। গুরু গুরু

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।