বসনিয়া যদি ইরানরে ম্যাচটা ছাইড়া দিতো তাইলে একটা মুসলিম ভাই দ্বিতীয় রাউন্ডে যাইতে পারতো। এই শিয়া-সুন্নী'র লড়াইয়ে আধা-নাসারা'র দেশ নাইজেরিয়া হাইরাও পার পাইয়া গেলো।
ফিফা আর্জেন্টিনার মতো একটা নাখাস্তা দলের সাথে তিনটা এছলামি দল রাখছে যাতে বেশি এছলামি দল বিশ্বকাপে দ্বিতীয় রাউণ্ডে যাইতে না পারে। সব ইহুদী-নাসারাদের ষড়যন্ত্র!