একদিকে বাস্তবে ও কল্পনায় মাথার উপর ঝুলছে নানা ভয়ের খাড়া / স্বপনে-জাগরণে করছে তারা অবিরত তাড়া / অন্যদিকে হাত বাড়িয়ে আছে লাস্যময়ী ফেসবুক পাড়া / তাই কে হায় আর বুড়ো বোলোগের ডাকে দেয় সাড়া!
ওয়াহ! ওয়াহ! স্টিভওয়াহ মার্কওয়াহ। লেখালিখির মত ব্যাপারে তো আর তাড়া দিয়ে বলা যায় না জলদি জলদি লিখে ফেলুন। ধৈর্য্য নিয়ে বসিয়া থাকছি তাই, বাটাভিয়া পার হয়ে ক্যান্টনের পথে পথে শিহরণ আর অমোঘের গপ পড়বার জন্য।
চীন নিয়া গফ্? আপনারেও তাইলে - ওয়াহ ওয়াহ কেয়াবাৎ কেয়াবাৎ!! ক্রমশ নি;সঙ্গ হতে থাকা বুড়ো বোলোগের আর্তিতে সাড়া দিয়ে তাকে সঙ্গ দিতে এমন মহতী উদ্যোগের জন্য সত্যইপীরকে কুর্নিশ!
মাস ছয়েকের মধ্যে তিন/চাইর কিস্তির গপ নামামু বোলোগের ডাকে সাড়া দিয়া। ছয় নম্বুরি পাণ্ডবের সাথে চীন বিষয়ে শলা করতেছি। গপ্পে চোরাই আফিম গাজীপুর থিকা গঙ্গা বায়া কলিকাতা হয়া বাটাভিয়া পার কইরা ক্যান্টন যাইব মনে করেন। পথে পথে শিহরণ ও অমোঘের হাতছানি।
লাইনে থাকেন।