বাংলাদেশের আইনগুলোর শিরোনাম সম্পূর্ণ বাংলা হওয়া প্রয়োজন। "সামুদ্রিক অঞ্চল আইন" লিখলে সমস্যা ছিলো না তো। "মেরিটাইম অঞ্চল"-এর মতো বিদঘুটে হাঁসজারু শিরোনাম কেন রাখা হচ্ছে?
|
আখতারুজ্জামান চৌধুরীর সাধনার কথা জেনে মুগ্ধ হলাম। সশ্রদ্ধ অভিবাদন জানাই তাঁকে।
|
মুক্তিযুদ্ধ জাদুঘরের এই পোস্টার যিনি লিখেছেন তাঁকে খুঁজে বের করে ধন্যবাদ দেয়া উচিৎ ইংরেজি এড়িয়ে সতর্কতার সাথে বাঙলা শব্দমালা ব্যবহারের জন্য https://imgur.com/a/hycx26T
|
নগর কর্তৃপক্ষ চাইলে পচন্ত সব্জি গাঁজিয়ে সুরাসার (alcohol) তৈরি করতে পারে। সেটা বিকল্প জ্বালানি হিসেবে তেলের সাথে মেশানো যাবে। বাজারগুলো থেকে বছরভর এর কাঁচামাল পাওয়া যাবে।
|
বেশিরভাগ মৃত্যুই গাছচাপা পড়ে।
ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার মাটি খুব মজবুত হওয়ার কথা না। তার ওপর মেহগনি ধরনের কেঠো গাছ (যেগুলো ঝোড়ো এলাকায় বিবর্তিত হয়নি বলে এমন বাতাসের মোকাবেলা করার গড়ন নেই) সহজেই গোড়া থেকে উপড়ে আসে। প্রশাসনের উচিত এসব এলাকায় ঘরবাড়ির আশেপাশে নির্দিষ্ট ব্যাসার্ধ জুড়ে নারকেল সুপারি তাল গোলপাতা ইত্যাদি মজবুত তুফানসই গাছের উপস্থিতি এবং অন্যান্য বড় কেঠো গাছের অনুপস্থিতি নিশ্চিত করা। |