সংবাদমাধ্যমে ন্যূনতমসংখ্যক প্রুফরিডার বা মুদ্রণশোধক নিয়োগ আবশ্যিক করা হোক। সরকারি বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে সংবাদমাধ্যমে বাংলার সঠিক প্রয়োগ মানদণ্ড হিসেবে বিবেচিত হোক।
|
যেভাবে গুগল, অ্যাপল আর ফেইসবুক আন্তর্জালে দাস কেনাবেচার সুযোগ করে দিয়েছিলো।
|
পাপন বিসিবির জন্য খারাপ লাগে। সাকিব রায় হবার ঠিক আগে আগে বাটহার্ট আন্দোলন করলো টেকাটুকা চেয়ে। পাবলিক সেন্টিমেন্ট দুস্থ্য ও দুবলো ক্রিকেটাররা নিজের কাছে আনলো। ইউনুস ফোনের সাথে চুক্তি করলো। পাপনকে এই রায়ের সামনে দাঁড়িয়ে সাকিবসহ ক্রিকেটারদের "সময়োচিত" আন্দোলন, ইউনুস ফোনের সাথে সাকিবের আলাদা চুক্তি এসব সহ্য করতে হয়েছে। পাপনের যায়গায় আমি হলে সহিংস হয়ে যেতাম।
|
এ পদক্ষেপকে স্বাগত জানাই। এমন পদক্ষেপ চলচ্চিত্র আর স্বরারোপেও (dubbing) দেখতে চাই।
|
ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায়: জাফর ইকবাল >> জাফর ইকবাল প্রশ্ন তুলে বলেন, ‘শিক্ষকদের ওপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কমবয়সী ছেলে, এরা কী বোঝে? ওদেরকে আপনি যা বোঝাবেন, তা-ই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজন আর চারজনকে বহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি (আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে।’ https://www.prothomalo.com/bangladesh/article/620164
বিচ্ছিন্নভাবে দেখলে এধরণের মন্তব্য বিরক্তি উৎপাদন করবে। মুজাইকে লীগের দালাল মনে হবে। তবে এটা ভেবে নেবার আগে মনে রাখা দরকার উনাকে যে কুপিয়েছে তার প্রতিও মুজাই একই ধরণের অবস্থান নিয়েছেন। 30/10/2019 - 2:19অপরাহ্ন |