যথারীতি ১ তারিখ থেকে সারাদেশে (কু)কর্মসূচির ঘোষণা দিয়ে রাত দুইটায় হাঁটুর চিকিচ্ছের জন্য থাইল্যান্ড গেছেন কামালুকিল। ধারণা করা যায় বিম্পি তার নেতাপনার স্বপ্নে বাগড়া দিয়েছে। কথা সেইটা না। কথা হল খালেদা জিয়া চিকিচ্ছের জন্য একসময় সৌদি যেতেন। আমরা বুঝতে পারতাম কেন। কিন্তু কামালুকিল ইউরোপ ছেড়ে থাইল্যান্ডে কেন? আমেরিকার অপারেশন কি এখন থাইল্যান্ড থেকে নিয়ন্ত্রিত হয়?
|
প্রতিবার পাকবধের পর উর্দু শেখার ইচ্ছাটা চাগা দেয় নতুন করে। উর্দু না পারার কারণে পাকিস্তানি টিভির কমেন্টারিগুলোর মজা থেকে বঞ্চিত হতে হয়।
|
উপস্থিত নেতাদের মধ্যে একজনের ফোন বৈঠককালীন সময়ে লন্ডনের একটি নম্বরে যুক্ত ছিল এমন তথ্য পরিবারের একজন মাহি বি. চৌধুরীকে জানিয়ে দেন। এরপর তিনি বি. চৌধুরীকে বিষয়টি অবহিত করেন। পরে বৈঠক কক্ষে ঢুকে মাহি বি. চৌধুরী লন্ডনের একটি ফোনে কারও ফোন যুক্ত থাকার তথ্য জানালে বি. চৌধুরী সব ফোন বন্ধ করে বাইরে রেখে দেওয়ার জন্য নেতাদের অনুরোধ করেন। http://m.banglatribune.com/politics/news/368225/
|
এই আইনটা "জেনারেল লাইন"-এর কেউ লিখেছে এইটা কে কে বিশ্বাস করেন? http://www.nirpata.com/post/178407321432/kaomiain
|
কওমী, সেনা, বিম্পি, তেল-গেস -- সমস্ত বিপ্লবীদের শাকাহারি জমায়েত। https://bangla.bdnews24.com/politics/article1542620.bdnews
|
https://www.youtube.com/watch?v=_EZgNe2zZYo