বড় গণতন্ত্র তারেক জিয়ার যাবজ্জীবন। ১৯জনের ফাঁসি। তবে ব্যাপার না সরকার বদল হলেই সবাই রাষ্ট্রপতির অসাধারণ ক্ষমা পেয়ে যাবে।
|
৮/১০/২০১৮ তারিখটা ক্রমজিৎ (প্যালিনড্রোমিক)। সম্ভবত এ উপলক্ষ্যেই ফেসবুকে টাটকা বাংলা শব্দের কারখানা "বাংলা শব্দ" পাতায় একখান ক্রমজিৎ বাক্য পেলাম:
"সালমান খান খায় চপ অষ্ট-নয়খানা, চুরমার বাটিঘটি বারমার চুনা খায়, নষ্ট অপচয় খানখান মালসা।" দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় আমার শেখা প্রথম ক্রমজিৎ নাম 'রমা কান্ত কামার'। এরপর আবিষ্কার করি ক্লাসের 'কনক'-এর নামটাও ক্রমজিৎ। 10/10/2018 - 11:47পূর্বাহ্ন |
আয়নামতি [অতিথি]
সচল ভাই/বোনেরা, কারো জানা থাকলে কষ্ট করে বলবেন প্লিজ, 'আমার ফাঁসি চাই' এই বেহুদা বইয়ের আসল লেখক নাকি মতিয়ুর রহমান রেন্টু না, লাল গোলাপ শফিক রেহমান স্বয়ং? |
সিঙ্গাপুরে কামালুকিলের সাথে লেজেএরশাদের বৈঠকের গুজব। কারওয়ান বাজারের উইকিপিডিয়া শাখার আমির ও সম্ভাব্য নোবেল জয়ী লেখক আনিসুল হকের ফেসবুক পেজ অ্যাডমিন টেকাটুকার বিনিময়ে উইকি এন্ট্রি করার দায়ে উইকিমিডিয়া থেকে বহিষ্কৃত। সকল রোববার এরকম বিনোদন নিয়ে আসুক।
|
শাহ আহমদ শফী
১। নাস্তিকদের কতল করা ওয়াজিব হয়ে গেছেঃ ১৯ এপ্রিল ২০১৪ ২। প্রধানমন্ত্রী আমাকে মহব্বত করে কওমী সনদের স্বীকৃতি দিয়েছেনঃ ২রা অক্টোবর ২০১৮ পুরনো খবরের লিঙ্কটা দিলাম। খবরটা মনোযোগ দিয়ে পড়া ও পয়েন্টগুলো বোঝার দাবি রাখে। https://www.prothomalo.com/bangladesh/article/196120/%E0%A6%A8%E0%A6%BE%... 02/10/2018 - 5:03অপরাহ্ন |