সাংবাদিকদের সামনে এসে এই সাব-কমিটির বিষয়ে কথাও বলেন বি চৌধুরী। কমিটিতে যাদের নাম উচ্চারিত হয়েছে, তারা হলেন- মোস্তফা মহসীন মন্টু, মেজর (অব.) আবদুল মান্নান, আবদুল মালেক রতন ও জাহিদুর রহমান। শেষ নামটি যুক্ত হওয়ার পর ড. কামাল প্রশ্ন তোলেন ‘কে এই জাহিদ?’ সে সময় জাহিদকে নাগরিক ঐক্যের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন মাহমুদুর রহমান মান্না। আর তখনই ড. কামাল বলে ওঠেন, ‘এমন নেতার নাম দিলে তো আরও ১০ জনের নাম যোগ করতে হবে। তখন শুরু হয় হট্টগোল। নেতারা উঠে বসেন। http://www.banglatribune.com/politics/news/358257/
আমি যে খবরটা পড়েছিলাম সেখানে এতো বিস্তারিত ছিল না। তবে যেটুকু ছিল তাতে আমারও মনে হয়েছিল, কে এই জাহিদ? আচ্ছা সুলতান মোহাম্মদ মনসুর কবে আওয়ামী লীগ ছেড়ে এদের সাথে ভীড়েছেন? 30/08/2018 - 11:04পূর্বাহ্ন ১/১১র সংশোধনবাদি এই লোক। সংশোধনবাদি অনেকেই মিটমাট করে ফেলতে পারলেও ইনি পারেননি। এই জন্য উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়ান তিনি। 31/08/2018 - 2:25পূর্বাহ্ন |
কামালুকিল, ভাইবার মান্না, বদরু, জাফর নটরাজ -- সব খুচরো-ভাংতি একসাথে। এরা জানে না "ঈদের পরে" আন্দোলন শুরু হবার আগেই কামালুকিল লন্ডন ঘুরতে যাবে এবং তার ফোন বন্ধ পাওয়া যাবে। https://bangla.bdnews24.com/politics/article1531455.bdnews
৮টি মন্তব্যই দেখাও সুধীজন, এই বিষয়ে ছোট্ট একটি পর্যবেক্ষণ পোস্ট আকারে দেবার চেষ্টা করছি অল্পক্ষণের মধ্যে। 01/09/2018 - 1:08অপরাহ্ন |
নামটা শুধু ছিনতাইকারী কল্যাণ সমিতির বদলে ছিনতাইকারী কল্যাণ লীগ রাখলেই এতো তকলিফের সূচনা হতো না http://www.somoynews.tv/pages/details/125976
|
পটল বিহারির জন্য কত্ত মাইনসে কান্দে। পিউব ঠাকরের জন্যে কান্ছে আরো লোকে। শান্তির জন্য অনেক প্রবাসী দেশের খবর রাখা বাদ দিতে চায়(আমি সহ)। এমন একটা জায়গা আসলে দরকার যেইখানে দুনিয়ার খবর আইসা পৌঁছায় না। মার্স প্রজেক্টটা ভূয়া ছিল। কিন্তু কত লোকে সেইখানে নিবন্ধন করছিল সেইটা দেখতে হবে। চাইরদিক থিকা যেইভাবে চাপাইতেছে মহাবিশ্বের কোথাও একটা ইজরায়েল খুঁইজা নিতে হবে সেইসব মানুষের জন্য যারা ধর্ম-এথনিসিটি-অর্থনৈতিক শ্রেণীভিত্তিক বৈষম্যের অন্তত সাংস্কৃতিক বিরোধিতা করছিল বা চাইছিল
৯টি মন্তব্যই দেখাও এই প্রকারের একটা ইউটোপিয়া থাকলে সেখানে জায়গা পাওয়া নিয়েও বিশাল লাইন হতো। স্বপ্ন দেখতে পারি, ভবিষ্যতে এই প্রকারের মানুষজন অন্তত একটা আস্ত গ্রহ পাবে সেই ইউটোপিয়াটা বানানোর জন্য। 27/08/2018 - 3:15অপরাহ্ন |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় মালয়েশিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আসাদুজ্জামান আসাদ ওরফে পং পং। http://www.bd-pratidin.com/probash-potro/2018/07/18/346199
|