নক্সীকাঁথা

শুভপ্রসাদ এর ছবি
লিখেছেন শুভপ্রসাদ [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৩/০৩/২০১০ - ৩:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝি কোথায় কেউ জানে না।

এই দুরন্ত খেয়ার ওপর সবই আছে
যানবাহন আর হাটের মানুষ
কোলাহলে জমিয়ে রাখা সমাজ ছবি
ভাগাভাগি করে নেওয়া বিড়ির আগুন
কিংবা পানের দু এক খিলি

উজান থেকে ভাটির চরম খরস্রোতেও
কে করে পার এপার ওপার কেউ দেখে কি
কলমুখর হট্টগোলেও চলছে ঠিকই
তারই একটি ভেতর ঘরে মাঝি বসে, কেউ জানে না

এপার থেকে যাত্রাকালের অশ্র“মোচন
ওইপারেতে অপেক্ষমান আলিঙ্গনের, সবই জানে

আখর সূতোর নক্সীকাঁথার এই জমিনে
মেধার মাঝি লুকিয়ে কোথায়
কেউ জানে না।


মন্তব্য

টুটুল [অতিথি] এর ছবি

সেদিন তারা বাংলায় সরাসরি আপনার গান শুনে ভালো লাগলো খুব...

ফকির লালন এর ছবি

ভালো লাগলো কবিতা।

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লেগেছে।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।