দেখা

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২৮/০৬/২০০৭ - ২:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচরাচর
চরে বেড়ানো যেতো
প্রাথমিক সরণী জুড়ে

ততদিন
ভাঁগাড়ে ফলতো
ডিগবাজী মোকামের ফুসকুড়ি

তুড়ি মারতেই
গুড়ি মেরে
শুড়িখানায়
বিস্রস্ত ছুড়িরা
নড়েচড়ে

মরে
সহাস্য
সমারূঢ়

গূ্ঢ়
নেকাবের
পরার্থপ্রজ্ঞায়


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

পড়লাম ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

??? এর ছবি

"স্মরণী" কোন্ অর্থে? রাস্তা হৈলে "সরণী" হোয়ার কথা।

সুমন চৌধুরী এর ছবি

টাইপো মেরামত হইলো
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

আহ...

সুমন চৌধুরী এর ছবি

মটেন কি মেসেঞ্জারে আসো?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

এ্যাহুতে তো আছিলাম।

সুমন চৌধুরী এর ছবি

দেখি নাই ক্যা?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুমন চৌধুরী এর ছবি

ইমরুল হাসানকে ধন্যবাদ আল মাহমুদের অসাধারণ কবিতাটি মনে করিয়ে দেবার জন্য।

আমি লিখি আবোল তাবোল। মাথায় ক্যার উঠলে আগে খাতায় টুকতাম কিংবা একা একা বিড় বিড় করে গিলে ফেলতাম। এখন সম্পাদকের সাথে খাতির লাগিয়ে ব্লগে লিখি ..হাসি
....................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

উৎস এর ছবি

সবুজ বাঘটা কে আসলে? মানে অন্য কোথাও অন্য কোন নিকে কি পরিচিত। খুব মেধাবী মনে হয়।

সুমন চৌধুরী এর ছবি

সবুজ বাঘ হইলো আমাগো শাপলু মানে আবু মুস্তাফিজ...
......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

বিপ্রতীপ এর ছবি

সুমন ভাই,
বেশ ভালো লেগেছে...তবে আরেকটু সহজ ভাষার কবিতা চাই ...

আয়েশা আখতার এর ছবি

ছন্দটা চমৎকার হয়েছে।

মাশীদ এর ছবি

বদ্দা, অনেক কিছুই বুঝি নাই, তারপরেও কেন জানি ভাল্লাগলো।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

সুমন চৌধুরী এর ছবি

আলাদা কৈরা বুঝার আসলে কিছু নাই..শুধু স্ক্রু একটু ঢিলা হৈলেই হৈবো.. দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মাশীদ এর ছবি

এইবার বুঝলাম ক্যান ভাল্লাগসে!
হে হে হে হাসি !


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অপালা এর ছবি

মাশীদের লগে একমত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।