করোনার দিনগুলিতে হাইকু ২

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: শুক্র, ১০/০৪/২০২০ - ৯:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাঁচ

বাংলাদেশের করোনা রোগী
যেন শ্রোডিঙ্গারের বিড়াল;
অজানা রোগে লোক মরে বেশুমার।

ছয়

ছয় ফুট সামাজিক দূরত্ব
রাখি মানবদেহে; মনে মনে
ব্যবধান যোজন যোজন।

সাত

পৃথিবী বদলে দেয়া বড়ই সোজা!
কে ভেবেছিলো একদিন,
বাদুড়ের স্যুপ, বনরুই খেলে হবে এত মজা?

আট

পাপ বাপকেও ছাড়েনা
প্রকৃতিও নেয় প্রতিশোধ,
ধেয়ে আসে করোনা।

নয়

২০২০;
আকাশে বাতাসে বিষ।
মরে শুধু মানুষ, পাখি দেয় শিস।

দশ

ধনী-গরীবের নাই ব্যবধান,
পুড়ছে নগর, দেবালয়;
লড়ছে শুধু বিজ্ঞান।

আগের পর্বঃ করোনার দিনগুলিতে হাইকু ১


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।