বদরু খাঁর দোয়াজদাহাম পিস্তলের বারোটা ছররার মতোই ধুমধাম ফুরিয়ে গেলো ২০১০ এর বারোটা মাস। চলে এলো ২০১১।
সবাইকে নতুন বছরের অঢেল শুভেচ্ছা, সেইসাথে কালাইডোস্কোপের দুনিয়ায় অসম্ভবের ছন্দের আমন্ত্রণ। যাবতীয় ঝুটঝামেলাকে গুলি মেরে উড়িয়ে গেয়ে উঠুন, দাঁড়ে দাঁড়ে দ্রুম!