১.১.১১!‍

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শনি, ০১/০১/২০১১ - ৫:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বদরু খাঁর দোয়াজদাহাম পিস্তলের বারোটা ছররার মতোই ধুমধাম ফুরিয়ে গেলো ২০১০ এর বারোটা মাস। চলে এলো ২০১১।

সবাইকে নতুন বছরের অঢেল শুভেচ্ছা, সেইসাথে কালাইডোস্কোপের দুনিয়ায় অসম্ভবের ছন্দের আমন্ত্রণ। যাবতীয় ঝুটঝামেলাকে গুলি মেরে উড়িয়ে গেয়ে উঠুন, দাঁড়ে দাঁড়ে দ্রুম!

2011


মন্তব্য

নাশতারান এর ছবি

হেহেহে...হেপ্পি নিউ ইয়ার দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুজন চৌধুরী এর ছবি
দ্রোহী এর ছবি

দাঁড়ে দাঁড়ে দ্রুম!

ইয়া হাবিবি।

বদরু খা ও তার শুভানুধ্যায়ীদের জানাই খ্রীষ্টীয় নর্ববর্ষের শুভেচ্ছা।


কাকস্য পরিবেদনা

সুজন চৌধুরী এর ছবি

আপনাকেও খ্রীষ্টীয় নর্ববর্ষের শুভেচ্ছা।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

রু [অতিথি] এর ছবি

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

সুজন চৌধুরী এর ছবি
অপছন্দনীয় এর ছবি

দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে

শুভ নববর্ষ

সুজন চৌধুরী এর ছবি
শুভাশীষ দাশ এর ছবি

আপনারেও নতুন বছরের অঢেল শুভেচ্ছা।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ নববর্ষ গো দাদা!!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

নতুন বছর আগমন,
শুভেচ্ছায় স্বাগতম।।

অনন্ত আত্মা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দাঁড়ে দাঁড়ে দ্রুম!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দিতা চৌধুরী এর ছবি

নতুন বছর ভাল কাটুক।
অনেক শুভেচ্ছা।

কৌস্তুভ এর ছবি

হা হা... আপনাকে এবং সবাইকে শুভ নববর্ষ!

নৈষাদ এর ছবি

নববর্ষের শুভেচ্ছা - আপনাকে এবং সবাইকে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ডি-লা-গ্রান্ডি মেফিস্টোফিলিস -
ইয়াক-ইয়াক! হ্যাপি নিউ ইয়ার!!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুজন চৌধুরী এর ছবি

ডি-লা-ব্র্যান্ডি আর হাঁসের রোস্টের সাথে পরোটা তারপর....মেফিস্টোফিলিস -
ইয়াম-ইয়াম! হ্যাপি নিউ ইয়ার!! ষষ্ঠ পাণ্ডব্দা!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

মাহবুব রানা এর ছবি

নববর্ষের শুভেচ্ছা

অনুপম ত্রিবেদি এর ছবি

নববর্ষের 'বি--শা--আ--আ--আ--আ--আ--ল' শুভেচ্ছা।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুজন চৌধুরী এর ছবি

আপনাকেও নববর্ষের 'বি--শা--আ--আ--আ--আ--আ--ল' শুভেচ্ছা! অনুপম।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সুহান রিজওয়ান এর ছবি

এইটা একটা বাঁধায়ে রাখার মতো কার্টুন হইসে।

হ্যাপি নিঊ ইয়ার দাদা।

_________________________________________

সেরিওজা

সুজন চৌধুরী এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

হেপি বাড্ডে, থুক্কু নিউ ইয়ার!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুজন চৌধুরী এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা। বলাই আপনারও 'দা'!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

এইখানে কিছু শুরু হৈলে সেইটা পাইকারী হারেই শুরু হওয়ার নিয়ম। তবে আমি চিন্তায় আছি, কোন্দিন সুজন্দা বদ্দারে আবার 'বদ্দা' ডাইকা বসেন! চিন্তিত



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

পাগল মন এর ছবি

সুজন্দা, কার্টুনটা জোস হইসে। দেঁতো হাসি
হেপ্পি নিউ ইয়ার... হাসি
_________________________________________________
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সুজন চৌধুরী এর ছবি
শাহেনশাহ সিমন এর ছবি

চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ধুসর গোধূলি এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

দাঁড়ে দাঁড়ে দ্রুম!

এক্কেবারে ডিলা গ্র্যান্ডি টাইপ হইসে! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
হাসির উপরে দুইন্যাতে কিছু আছে? আজ সারারাত হাসবো, অনেকদিন হাসা হয়না। এই আমি শুরু করলাম... "হাহাহাহোহোহোহিহিহি!" এক্কেবারে বইয়ের ভাষায় ব্যাকরণ মেনে হাসবো! সত্যি বলছি, দেখে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অদ্রোহ এর ছবি

সিরাম! আর নতুন বছরের বিলম্বিত শুভেচ্ছা !!

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

জটিল জটিল... ২০১১ ঝাকানাকা যাক। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

দাঁড়ে দাঁড়ে দ্রুম!

শুভ নববর্ষ

দাদাভাই [অতিথি] এর ছবি

হ্যাপ্পি নিউ ইয়ার, সুজন্দা...

রোবেল এর ছবি

সুন্দর

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।