আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৩৫

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ২৬/০৮/২০১৪ - ৩:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আমার সুরার সাথী, সচলের ত্রিমাত্রিক কবি ভ‌্যান্কুভার ছেড়ে চলে গেলো। তাই ভাবলাম ওরে ফুটোস্কোপ দিয়ে দেখে রাখি। শুভ কামনা রৈলো ত্রিমাত্রিক কবি।


মন্তব্য

আয়নামতি এর ছবি

আঁকা যথারীতি সুজনীয় হয়েছে! থাম্বস আপ হাসি
ত্রিমাত্রিক কবি ভ্যাঙ্কুভার ছেড়ে কোথায় গেলেন? শুভকামনা থাকলো তার জন্য।

সুজন চৌধুরী এর ছবি

সে তো ভূ-স্বর্গেই যাবে জানি।

আয়নামতি এর ছবি

ওও আচ্ছা। ধন্যবাদ সুজনদা। হাসি

মুস্তাফিজ এর ছবি

কবি'র তো ভ্যাঙ্কুউভারের মতন লেভেল প্লেয়িং ফিল্ডেই খেলতে সমস্যা হইছে, বাংলাদেশে যাইয়া কি করবে কে জানে।

...........................
Every Picture Tells a Story

সুজন চৌধুরী এর ছবি

কোন খেলার কথা বলেন, বস?

মুস্তাফিজ এর ছবি

"মোটা হইতে হইতে তাইন আর জায়গা রাখছুইন না" এখন শান্ত'র সমতলে হাঁটতেই কষ্ট হয়।

...........................
Every Picture Tells a Story

সুজন চৌধুরী এর ছবি
মরুদ্যান এর ছবি

সুজন্দা আপনি পাত্থর! চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মাসুদ সজীব এর ছবি

গুপুন কথা তো আর গোপন রাখলেন না ‍সুজন দা চোখ টিপি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

থ্রি-ডি কবির টু-ডি চিত্র!!

____________________________

মেঘলা মানুষ এর ছবি

তিন মাত্রাকে পুরা দুই মাত্রায় আটকে ফেলেছেন দেখছি!

চমৎকার!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ভ্যাঙ্কুভারে খানাপিনা মনে হয় বেশ সুবিধার ছিল। থ্রিডি'র এক ডাইমেনশন বেড়ে ফোর-ডি হয়ে গেছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

হাহাহাহা

তাহসিন রেজা এর ছবি

ত্রিমাত্রিক কবির জন্য শুভ কামনা হাসি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

তারেক অণু এর ছবি

সেদিন এক পেট্রল স্টেশনের নাম দেখলাম ত্রিমাত্রিক স্টেশন। !

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বাপ্রে, ১-ডি রেখা দিয়া ২-ডি তলে আঁকা ৩-ডি ছবি হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

চলুক হাসি
ত্রিমাত্রিক কবির জন্য শুভেচ্ছা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

স্যাম এর ছবি

এই সমস্ত সুজনপ্রীতি মানিনা, মানবোনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।