সাম্রাজ্যবাদ পচা, আমৃকা ভালু

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শনি, ১০/১০/২০১৫ - ৬:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্ট্যাচু অফ লিবার্টাইন

সারাটি জীবন গালি দিয়া গেনু, শেষ বয়সেতে আসিয়া
গ্রেট নেশনের বরমালা দিনু তারই গলে ভালোবাসিয়া
মে দিবস সে তো তারই অবদান
টেকা ও গতরে সে-ই প্রধান
আমৃকারেই বুকে টেনে নিনু, পাত্তা দেই না রাশিয়া


মন্তব্য

হিমু এর ছবি

ফরহাদ মগবাজারের লুঙ্গি সেলিম কমরেডের কোমরে কেনে?

সুজন চৌধুরী এর ছবি

হেহে, ঐটা আসলে ফরহাদেরই লুঙ্গি, এই লাইনে লুঙ্গি ছাড়া চলে নাকি?
সর্বহারা ফরহাদ এখন লুঙ্গিহারা ফরহাদ হয়ে গেছে।

স্পর্শ এর ছবি

হা হা হা! কীভাবে পল্টি দিতে পারে এরা...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সজীব ওসমান এর ছবি

হাততালি

মন মাঝি এর ছবি

আরিস্টেটলীয় চিন্তাকাঠামো-প্রসূত বিপরীতাত্নকতা ও বিরোধীতাত্নকতা-ভিত্তিক ফর্মাল কার্টুন / রেখাচিত্রের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে ডায়েলিক্টেকাল বা ফাজি কন্টিনিয়ামের কার্টুনের জগতে প্রবেশ করুন, তাহলেই বুঝতে পারবেন শেষেরটা কেন বিবর্তনের কানাগলিতে ফসিলায়িত হওয়ার বদলে দ্বন্দ্বমূলক নির্দ্বন্দ্ববাদ বা মিলনমূলক দ্বন্দ্ববাদের বিকাশের মাধ্যমে মানুষের অন্তর্নিহিত সৃজনশীল নৈতিকতাবোধের উন্মোচন ঘটায়, এবং কেন আপনার এই রেখাচিত্রটা হাস্যোদ্দীপক না হয়ে এক মহান নবসাম্যবাদী জীবনচিত্রে পরিণত হয়! আপনাকে লালনীল ফাজি সালাম, কমরেড!

****************************************

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমার মন্তব্য খানা আগাম প্রকাশের দায়ে তীব্র প্রতিবাদ সমেত বিজয় দিলাম রেগে টং

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লাফাং মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দুনিয়া  এর ছবি

দাদা যা লিখেচেন না ! একেবারে ফাটিয়ে দিয়েচেন মাইরি ! সেই কবে এমন দ্বন্দ্বমূলক কিংবা ধানদা মূলক লেখা পড়েচি সেটা মনে পড়চে না !

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

স্ট্যাচু খানা কোথায় বসাইবেন?

ত্রিমাত্রিক কবি এর ছবি

দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কাক্কেশ্বর কুচকুচে এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

নজমুল আলবাব এর ছবি

লুঙ্গিতে টান দিবেন না দয়া করে। খাইছে

তাহসিন রেজা এর ছবি

গুল্লি গুল্লি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

মুস্তাফিজ এর ছবি

বইয়ের মলাটও উল্টাইয়া গেছে

...........................
Every Picture Tells a Story

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ফাজি গুল্লি পোস্টে ডায়েলিক্টেকাল উত্তম জাঝা!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ঝিঁ ঝিঁ পোকা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

চলুক

দেবদ্যুতি

Barun Malakar এর ছবি

খুন করা খারাপ, খুণি ভালু!!!!

স্যাম এর ছবি

উত্তম জাঝা!
(ভাল জিনিশের একটা বিষয়ই খারাপ - কম কম আসে)

তানিম এহসান এর ছবি

দারুণ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।