Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

লাল পিঁপড়ে মৌটুসী পাখি

নিপোশাক

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: বুধ, ০২/০১/২০০৮ - ৮:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

থম্ ধরানো নিঃসঙ্গতা কেমন যেন
বাগানের মৌটুসী পাখি দুর্নিবার আকর্ষণে
ফুলটাকে ছুঁয়ে চলে যাবার পর
বিষণ্ণতা যেমন হয় - তেমন।
জবা গাছের নীচটায় এখনও
চোখ বন্ধ করলে দেখতে পাই সারি সারি লাল পিঁপড়ের ঝাঁক
কিন্তু নিয়মভাঙা,দর্জি দোকানের জামার মতো একছাঁটে নই
পিঁপড়ের সারিবদ্ধতাতেও নই
বিষম শীতল হয়ে আছি আরও গভীরে - কোনো খানে।

হালকা সবুজ মিডৌরী ইলিউশন,হ্যাঁ দু ফোঁটা নীল টাকিলা
ভুলোনা দু টেব...