- গতরাতে এক লোক আমাকে চুমু দেয়ার চেষ্টা করেছিল।
- ঠাডিয়ে একটা চটকনা মারনি?
- মেরেছি তো! তবে অপরাধ সঙ্ঘটিত হওয়ার আগেই কি শাস্তি দেয়া যায়?!
- আচ্ছা, এই বাসটা কি ফার্ম গেটে থামে?
- থামে।
- এখান থেকে অনেক দূরে?
- আমার দিকে লক্ষ্য রাখুন। আমাকে যে বাসস্টপে নামতে দেখবেন, তার আগের স্টপে নামলেই হবে।