আমার মাথায় যে হাতুড়ে সমাধানটা এলো, সেটা হচ্ছে বৃষ্টির সময় বাঁশ আর কাপড় দিয়ে চটজলদি-টাঙানো-যায়-আবার-চটজলদি-ভাঁজ-করা-যায়-এমন বহুসংখ্যক চাঁদোয়া তৈরি করে পাথুরে জলাধারে পানি জমানো।
Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).
এই লেখাটি উদ্দেশ্য চিকিৎসকদের উপর একটি সীমাবদ্ধতার দায় চাপিয়ে দেয়া নয়।
এই লেখাটির উদ্দশ্য একটি সম্ভাব্য সীমাবদ্ধতাকে বিবেচনা করা এবং সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পথ খোঁজা।