সেতু বিভাগের পক্ষ থেকে পদ্মা সেতুর একটা ছোট ত্রিমাত্রিক নকশা (diorama) বানিয়ে সেতুর আশেপাশে কোথাও রাখা হোক। এ নকশায় ভূগর্ভস্থ খুঁটি থেকে শুরু করে পদ্মার গভীরতা এম্পায়ার স্টেট বিল্ডিঙের সাথে তুলনা করে দেখানো হোক।
Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).
"দাঁড়াও পথিক বর যথার্থ বাঙালি যদি তুমি হও। ক্ষণিক দাঁড়িয়ে যাও, এই সমাধিস্থলে। এখানে ঘুমিয়ে আছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ নেতা। এ দেশের মুক্তিদাতা, বাংলার নয়নের মণি।"