বঙ্গবন্ধুর সমাধিতে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২১/০৯/২০১৫ - ৭:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:


"দাঁড়াও পথিক বর যথার্থ বাঙালি যদি তুমি হও। ক্ষণিক দাঁড়িয়ে যাও, এই সমাধিস্থলে। এখানে ঘুমিয়ে আছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ নেতা। এ দেশের মুক্তিদাতা, বাংলার নয়নের মণি।"

এই আহ্বান আপনি পাবেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গেলে। অনেকদিনের ইচ্ছে ছিল বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাব। সুযোগ পাচ্ছিলাম না। এইবার যখন গোপালগঞ্জ গেলাম তখন ভাবলাম আর মিস করা যাবে না। অতএব চললাম টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে।

গোপালগঞ্জ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া গ্রামের অবস্থান। গ্রামটি পাটগাতি ইউনিয়নের অধীন। কিন্তু এ গ্রামের নামেই উপজেলা সদরের নাম হয়েছে টুঙ্গিপাড়া। ১২৭ বর্গকিলোমিটারের আয়তনের এই উপজেলায় লক্ষাধিক মানুষ বসবাস করে। ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ১৬ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিবেশী, ছেলেবেলার খেলার সাথিরা তাঁদের প্রিয় মিয়া ভাইকে জন্মস্থান টুঙ্গিপাড়ায় মা-বাবার কবরের পাশে সমাহিত করেন।

গ্রামের ভিতরকার রাস্তা দিয়ে চলতে চলতে আচমকা আপনি উপস্থিত হবেন সুদৃশ্য সমাধি কমপ্লেক্সের সামনে।

১৯৯৯ সালের ১৭ মার্চ রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০১ সালের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিসৌধের উদ্বোধন করেন। ৩৮.৩০ একর আয়তনের এই সমাধিসৌধের নির্মাণে খরচ হয় ১৭ কোটি ১১ লাখ ৮৮ হাজার টাকা। সমাধি কমপ্লেক্সের মধ্যে রয়েছে পাঠাগার, গবেষণাকেন্দ্র, প্রদর্শনী হল, পাবলিক প্লাজা, প্রশাসনিক ব্লক, মসজিদ, উন্মুক্ত মঞ্চ, স্যুভেনির শপ ও তথ্যকেন্দ্র।

প্রথমে আমরা যাব লাইব্রেরী এবং প্রদর্শনী কক্ষ যেই বিল্ডিঙে আছে সেইখানে।

লাইব্রেরীর অবস্থান নিচতলায়। ছিমছাম এবং গোছানো ছোট্ট এই লাইব্রেরী দেখলেই আপনার ইচ্ছে হবে কিছুক্ষণ বসে থাকার। বঙ্গবন্ধু’কে নিয়ে লেখা বেশিরভাগ বইয়ের সংগ্রহই এইখানে আছে।

মূল সংগ্রহশালা দোতলায়। ছবির সংখ্যাই বেশি। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন মুহূর্ত ফ্রেমে বন্দী করে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও আছে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানী সেনাবাহিনীর বর্বরতার বিভিন্ন খণ্ডচিত্র।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু প্রায় দশ লক্ষ লোকের উপস্থিতিতে এক ঐতিহাসিক ভাষণ দেন। ১৮ মিনিটের ঐ ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহবান জানান। এই ভাষণে তিনি বললেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।" ঐতিহাসিক সেই ভাষণের ছবিটি বড় করে বাঁধানো আছে।

সংগ্রহশালায় আছে সেই কফিনটি যেটিতে করে নৃশংসভাবে হত্যার পর বঙ্গবন্ধু’র নিরব নিথর দেহ বহন করে আনা হয়েছিল টুঙ্গিপাড়ায়।

সংগ্রহশালা থেকে বের হয়ে আসলাম। নিচেই আছে একটা মুক্তমঞ্চ। মাঝে মাঝে পিকনিক পার্টি আসলে এখানেই খাওয়া-দাওয়া সম্পন্ন করে। একইসাথে এখানে সেমিনার কিংবা আলোচনা সভাও অনুষ্ঠিত হয়ে থাকে।

নামাজের ওয়াক্ত চলছিল। লাইব্রেরীর পাশেই চমৎকার একটা মসজিদ। এখানেই যোহরের নামায আদায় করে নিলাম।

নামাজ শেষে এগিয়ে চললাম সমাধির দিকে। চমৎকার রাস্তাটা সোজা চলে গেছে সমাধি পর্যন্ত। রাস্তার দুইপাশে ফুলের গাছে। চারপাশে বসার জায়গাসহ টলটলে পানির সুন্দর একটা পুকুর। ভর দুপুরের সূর্য মাথার উপর আগুন ঝরাচ্ছিল। সেই আগুনের বাষ্প থেকে নিস্তার পেতে অনেকেই গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন।

সমাধিসৌধের দুই পাশের উদ্যান ছাড়িয়ে হাজার গজ এগোনোর পর বঙ্গবন্ধুর কবর। সিরামিক ইট, সাদা-কালো টাইলস দিয়ে নির্মিত নয়নাভিরাম সমাধিসৌধের স্থাপত্যশৈলীতে ফুটে উঠেছে বিউগলের সুর ও বেদনার চিত্র।

সমাধির একটু আগে চমৎকার একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। ঝর্ণার গায়ে লেখা আছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সেই অমর কবিতার দুটো লাইন।

যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

সমাধির প্রবেশমুখে দাঁড়াতেই বঙ্গবন্ধুর পৈতৃক বাড়িটি চোখে পড়ল। তিনতলা এই বাড়িটিতে এখন কেউ থাকেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় আসলে এখানেই উঠেন। এই বাড়িতেই বঙ্গবন্ধুর শৈশব কেটেছে। যদিও তখন এখানে কোন বিল্ডিং ছিল না। খুব ইচ্ছে হচ্ছিল বাড়ির ভিতর থেকে ঘুরে আসি। কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি দিবে কে?

অতঃপর আমরা সমাধিতে প্রবেশের প্রস্তুতি নিলাম।

সমাধির ভিতরে বঙ্গবন্ধু’র কবর, পাশেই তাঁর বাবা-মায়ের কবর আছে। সাদা পাথরে নির্মিত গোলাকার একগম্বুজবিশিষ্ট সমাধিসৌধের চারপাশের দেয়ালে জাফরি কাটা। এই জাফরি দিয়ে সূর্যের আলো আসে। সেই আলোয় উদ্ভাসিত হয় বঙ্গবন্ধুর কবর। বঙ্গবন্ধুর কবরের কাছে আসতেই শরীরটা কেমন জানি শিরশির করে উঠল। এইখানেই শুয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমান। বিবিসি বাংলা জরিপ চালিয়েছিল সারা বিশ্বের বাঙালীদের মধ্যে শ্রেষ্ঠ বাঙালী কে সেটা বের করবার জন্য। শ্রেষ্ঠ ২০ জন বাঙালীর মধ্যে প্রথম তিনজন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম।

আওয়ামী লীগ, বিএনপি নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু বঙ্গবন্ধু’কে নিয়ে বিতর্ক থাকাটা অসমীচীন। আওয়ামী লীগের বিতর্কিত কাজের দায়ভার অবশ্যই বঙ্গবন্ধুর উপর পড়ে না। কিন্তু একটা মহল সবসময়ই বঙ্গবন্ধুকে ছোট করবার চেষ্টা করে এসেছে এবং এখনও করছে। যদিও তাতে কোনই লাভ হয় নি। সত্য সবসময়ই প্রকাশিত হয়। বঙ্গবন্ধুকে বিস্মৃত করবার সকল চেষ্টাই তাই দূরীভূত হয়ে গেছে। এই প্রজন্ম বঙ্গবন্ধুকে অনেক বেশি জানে, অনেক বেশি শ্রদ্ধা করে। চাইলেও সেই শ্রদ্ধার জায়গা থেকে বঙ্গবন্ধুকে কেউ নামাতে পারবে না। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, ততদিন বঙ্গবন্ধুও মানুষের মনে চিরঞ্জীব হয়ে থাকবেন।

লেখা শেষ করবার আগে বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য জীবনপঞ্জি সংক্ষেপে উল্লেখ করলাম -

● গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্ম গ্রহন করেন।
● ১৯৩৮ সালে ১৮ বছর বয়সে ফজিলাতুন্নেসা কে বিয়ে করেন।
● ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।
● ১৯৪৮ সালের ২ মার্চ তার প্রস্তাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ।
● ১৯৪৯ সালের ২৩ জুন - পূর্ব পাকিস্থান আওমি মুসলিম লীগ গঠন।
● ১৯৫৩ সালের ১৬ নভেম্বর - তিনি এর সাধারন সম্পাদক নির্বাচিত হন।
● ১৯৫৪ সালের ১০ মার্চ - ২৩৭ আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় ২২৩ টি।
● ১৯৫৪ সালের ২ এপ্রিল - মন্ত্রীসভা গঠন ।
● ১৯৫৪ সালের ৩০ মে - পাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী এই মন্ত্রীসভা বাতিল করেন।
● ১৯৬৬ সালের ১৮ মার্চ - ৬ দফা গৃহীত হয় আওমিলিগের কাউন্সিল অধিবেশনে।
● ১৯৬৬ সালের ৩ জনুয়ারি - আগরতলা ষড়যন্ত্র মামলা। শেখ মুজিবর রহমান কে প্রধান আসামি করে ৩৫ জন বাঙালি সেনা ও সিএসপি অফিসারকে আসামি করা হয়। অভিযোগঃ পাকিস্তানকে বিচ্ছিন্ন করা।
● ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি - রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান নামে মিথ্যা মামলা প্রত্যাহার।
● ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি - ছাত্রলীগ এর বঙ্গবন্ধু উপাদি প্রদান ও সর্বস্তরের মানুষের সমর্থন।
● ১৯৭০ সালের ৮ অক্টোবর - নৌকা প্রতীক বরাদ্দ লাভ। (১৯৫৪ এর নির্বাচন এ যুক্তফ্রন্ট এর প্রতীক ছিল নৌকা)
● ১৯৭০ সালের ৭ ডিসেম্বর – নির্বাচনঃ আওমিলিগ এর ১৬৭ আসন লাভ। পাকিস্থান পিপলস পার্টি পায় ৮৮ আসন।
● ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর - প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব বাংলায় ২৯৮ আসন লাভ।
● ১৯৭১ সালের ৭ মার্চ - রেসকোর্স ময়দানে ভাষণ।
● ১৯৭১ সালের ২৬ মার্চ – রাত ১২:৩০ - গ্রেফতারের আগে ওয়্যারলেস এ স্বাধীনতার বার্তা চট্টগ্রাম এ জহুর আহমেদ চৌধুরী কে প্রেরন ও এম এ হান্নান কত্রিক পাঠ। পরে, ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান ওই ঘোষণা পুনঃ পাঠ করেন। বঙ্গবধু গ্রেফতার ও করাচী প্রেরণ।
● ১৯৭১ সালের ২৫ মে - স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠন।
● ১৯৭২ সালের ৮ জানুয়ারি - বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত। বিশেষ বিমানে লন্ডনে প্রেরণ।
● ১৯৭২ সালের ১০ এপ্রিল - গণপরিষদের উদ্বোধনী অনুষ্ঠান
● ১৯৭২ সালের ৪ নভেম্বর - গন পরিষদের খসড়া শাসনতন্ত্র অনুমোদন।
● ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর - সংবিধান কার্যকর। গণপরিষদ বাতিল।
● ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর - জাতিসংঘে বাংলায় ভাষণ।
● ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি - সংবিধান এ চতুর্থ সংশোধনী। সমাজতান্ত্রিক বাংলাদেশ।
● ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি - বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক আওমি লীগ) গঠন।
● ১৯৭৫ সালের ১৫ আগস্ট - বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন।

ফাহমিদুল হান্নান রূপক


মন্তব্য

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহমিদুল হান্নান রূপক

অতিথি লেখক এর ছবি

অনেক দিন থেকে ইচ্ছে, বাঙ্গালীর জাতিসত্তা বিনির্মান করলেন যিনি, বা, বলা ভাল, নতুন করে জাগ্রত করলেন যিনি আমাদের, চেতনার রুদ্ধদার উন্মোচন করে, সেই মানুষটির তীর্থে যাওয়ার; কিন্তু হচ্ছে হচ্ছে করেও হচ্ছে না। এই পোস্ট সেই ইচ্ছে উস্কে দিয়েছে আবার।

আওয়ামী লীগ, বিএনপি নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু বঙ্গবন্ধু’কে নিয়ে বিতর্ক থাকাটা অসমীচীন।

ঠিক! একই কথা সত্য মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও। মজার ব্যাপার হচ্ছে, যারা বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করে, তারা মুক্তিযুদ্ধকেও ছোট করার চেষ্টা করে, আর এ করতে যেয়ে তারা নিজেরাই প্রমান করে, বঙ্গবন্ধু ও বাঙ্গালির মুক্তিযুদ্ধ এক ও অবিচ্ছেদ্য!

।।।।।।।।।।
অনিত্র

অতিথি লেখক এর ছবি

যারা বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করে, তারা মুক্তিযুদ্ধকেও ছোট করার চেষ্টা করে, আর এ করতে যেয়ে তারা নিজেরাই প্রমান করে, বঙ্গবন্ধু ও বাঙ্গালির মুক্তিযুদ্ধ এক ও অবিচ্ছেদ্য!

সহমত।

ফাহমিদুল হান্নান রূপক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

প্রিয় রূপক,

যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

কবিতাটি কি এভাবেই উৎকীর্ণ আছে? ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

যতদিন রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান

উৎকীর্ণ আছে এইভাবে ৪ লাইনে। ছবিটা বড় করে দেখলে বুঝতে পারবেন।

ফাহমিদুল হান্নান রূপক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম... ছবিতে বুঝতে পারিনি আগে। নাহ, এক লাইন বা চার লাইনের ব্যাপার না। মূল কবিতায় মেঘনা আর যমুনার অবস্থান বিপরীত। কর্তৃপক্ষকে তথ্যটা জানানো প্রয়োজন। এখানে ভুল থাকাটা খুব বিদঘুটে দেখায়।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

চলুক এটা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল মনে হয় ১ যুগেরও বেশি আগে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নজমুল আলবাব এর ছবি

যাবো কোন একদিন।

(প্রতি লেখায় নিজের ছবি দেবার লোভ সামলানোটা হয়তো কঠিন আপনার জন্য। তবে চেষ্টা করা উচিত।)

অতিথি লেখক এর ছবি

ভুল বুঝবেন না নজমুল ভাই। ব্যাপারটা আসলে লোভের না। ভ্রমণ কাহিনীতে আমি ইচ্ছে করেই নিজের একটা ছবি দেই। এতে অন্তত প্রমাণ থাকে যে জায়গাটায় আসলেই আমি গিয়েছিলাম। অন্তর্জালে অনেক ভ্রমণ কাহিনী পাওয়া যায় যেগুলো অন্যের বর্ণনা থেকে মেরে দেওয়া। কেউ যেন প্রশ্ন তুলতে না পারে তাই নিজের ছবি দেই। তবে হ্যাঁ, স্বীকার করছি এইবার অন্তত নিজের ছবিটা প্রথমে দেওয়া ঠিক হয় নি, চোখে পড়ছে। এরপর থেকে এই বিষয়টা মাথায় রাখব। মন্তব্যের জন্য ধন্যবাদ।

ফাহমিদুল হান্নান রূপক

নজমুল আলবাব এর ছবি

ঠিকাছে। হাসি

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

ফাহমিদুল হান্নান রূপক

এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহমিদুল হান্নান রূপক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এটা একটা ভালো কাজ করেছেন। ছবি ভালো হয়েছে, লেখাও। তবে প্রচুর বানান ভুল আছে, সামনে এই ব্যাপারে একটু মনোযোগ দেবেন। টাইমলাইনটা কি আপনার বানানো নাকি কোন রেফারেন্স থেকে নিয়েছেন? এখানে কিছু তথ্য বিভ্রান্তি আছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

বানানের ব্যাপারে আরও সতর্ক হতে চেষ্টা করব। টাইমলাইনটা একজায়গা থেকে কপি করেছি। তাই তথ্যগত কিছু বিভ্রান্তি হয়ত থাকতে পারে। এমবিএ'র ক্লাস করতে যাওয়ার তাড়াহুড়ায় বানানগুলো রিভিউ করবার সময় পাই নি। এজন্যই বানান ভুলগুলো বেশি হয়েছে। মন খারাপ

ফাহমিদুল হান্নান রূপক

স্যাম এর ছবি

শেষ গিয়েছিলাম ৯৫ তে, অনেক পরিবর্তন হয়েছে। ধন্যবাদ আবার নতুন করে দেখানোর জন্য।

অতিথি লেখক এর ছবি

সময় থাকলে আবার ঘুরে আসুন। এখনকার পরিবেশ আরও চমৎকার।

ফাহমিদুল হান্নান রূপক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।