Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ময়ুর

চাঁদ ও ময়ুর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৩/১২/২০০৮ - ১০:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

চাঁদ ও ময়ুর
তৈমুর রেজা

হে অলস কবি, তোমাকে পেরোতে হবে ছয় ক্রোশ পথ; নীল ময়ুরের পেখমদানি খুঁজে আনো শহর ছেনে, কয়েকটি গোলার্ধের তারা বুনে সেখানে পেখমদানি বানাতে পারে ভিনদেশি কারিগর; তুমি তাহার তালাশ করো; নীলের বিচিত্র সম্ভার তুমি স্পর্শ করো অনিরুদ্ধ আকাক্সায়, এইবার তোমার ময়ুর বাঞ্ছা করেছে এই লোকায়ত উপহার; তুমি আকাক্সার শূন্যঘর পূরণ করে দাও।
গৌরচাঁদের ভাঙা কলোনিতে চাঁদের উর্বর আল...