সামারের ছুটি চলছে। ক্লাশ নেই। কাজ কামও কিছু করি না। ঘুম থেকে উঠতে ইচ্ছা করলে উঠি, না উঠতে ইচ্ছা করলে উঠি না। খেতে ইচ্ছা করলে খাই, না করলে খাই না। আগে ৮ ঘন্টা ঘুমাতাম, ১৬ ঘন্টা সজাগ থাকতাম, এখন ১৬ ঘন্টা ঘুমাই, ৮ ঘন্টা সজাগ থাকি।
সজাগ থাকার সময়টা ইন্টারনেটে কাটাই, মাঝে মাঝে মুভি দেখতে যাই, ঘুরতে যাই, সময় সময় রান্নাও করি...আবার সময় সময় রান্না ভালো হয়নি বলে বাইরে খেতে ও যাই।
যাহোক, এককাল...