'অন্ধকার দিয়ে অন্ধকার তাড়ানো যায়না'-এই সহজ সত্য হয়তো জানতেন কিন্তু মানেননি বাংলাদেশের রাষ্ট্রের রক্তস্নাত জন্মপর্বের কোন পক্ষই। যুদ্ধবিধ্বস্ত নতুন রাষ্ট্রের অনভিজ্ঞ সরকারের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা কিংবা দুর্বল বিরোধীদের মোকাবেলায় রাজনৈতিক শক্তির বদলে পেশী শক্তির প্রয়োগ কোনটাই শেষপর্যন্ত শুভ হয়নি কারো জন্যই।
একটু অবস্থাসম্পন্ন কৃষক, ক্ষমতাসীন দলের মফস্বল পর্যায়ের ন ...