অণু গল্প : দুজনে দেখা হলো

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: সোম, ১৩/১১/২০১৭ - ৪:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পথে দুজনে দেখা হলো।
যে দিকে দুচোখ যায় চলে যাবে বলে
মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছিল ওরা।
দুজনে পাশাপাশি দাঁড়িয়ে
পৃথিবীর দিকে চোখ মেলে তাকিয়ে দেখলো,
একটিই পথ। চলে গেছে দূরে।
দিনের আলোর মত ঝকঝকে।
ওরা পাশাপাশি হেঁটে চলে যতক্ষণ না
সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসে।

রাত নামলো,
ওরা মুখোমুখি বসে
পাশাপাশি বসে
দুজন।
দুজনের চোখের সামনে শুধু দুজনেই।

প্রেমময় অন্ধকার
আলোর মতো ওদের ভাসিয়ে নিয়ে গেলো।
হারিয়ে যাওয়া ঘুমের মধ্যে দুজনের আলিঙ্গন
শিথিল হয়ে হয়ে আসলো,
কেউ টেরই্ পেলো না।
যখন ঘুম থেকে উঠলো,
তখন ওরা দুজন দুজনের পিঠে পিঠ ঠেকিয়ে দুদিকে ফিরে আছে। দুজনে চোখ মেলে দেখলো,
পথ। তাদের ডাকছে।
তারা উঠে বসলো

ওরা উঠে দাঁড়ালো।
দুজনে দুচোখ যেদিকে যায় হাঁটতে শুরু করলো…
তৃতীয় জন দাঁড়িয়ে দেখলো,
ওরা দুজনে দুটি পথে চলে যাচ্ছে।


মন্তব্য

দেবদ্যুতি এর ছবি

একটা রূপকথার সমাপ্তি আশা করেছিলাম!

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

কর্ণজয় এর ছবি

রূপকথাটা বাস্তবে এসে হারিয়ে গেল।।।।

মন মাঝি এর ছবি

…আর চতুর্থ জন ঘরে ফিরে এই নিয়ে একটা গল্প লিখে সচলায়তনে পোস্ট করে দিল।

****************************************

কর্ণজয় এর ছবি

তারপর ৫ম জন উঠে দাঁড়ালো।।।

সোহেল ইমাম এর ছবি

অণুগল্প ভেবে ক্লিক করেছিলাম, কিন্তু এ যে পরমাণু গল্প। কিংবা হয়তো ইলেকট্রন বা পজিট্রন গল্প। হাসি

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

কর্ণজয় এর ছবি

ঠিক শব্দটা লেখা হয় নি, একটু ছল ছিল।।। শুরু থেকেই শব্দটা মাথায় ঘুরছিল, তাও দেয়া হয় নি।।। শব্দটা আসলে ছিল- অণু উপন্যাস- পরমাণু উপন্যাস- কী জানি!

অতিথি লেখক এর ছবি

দীর্ঘ গল্প হবে ভেবে ছিলাম!
এ্যানি মাসুদ

কর্ণজয় এর ছবি

হ্যা, আমিও আসলে।।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।