টু দা পয়েন্ট বুঝতে চাই

সাধক শঙ্কু এর ছবি
লিখেছেন সাধক শঙ্কু (তারিখ: বিষ্যুদ, ০৪/১০/২০০৭ - ৮:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

লুইচ্চা মৌদুদী আর ছৌদ কুতুবের লাইনের সব কয়টা স্যাটেলাইট ঝাড়ে বংশে ইহুদী-খ্রীষ্টানগো টেকায় বানানো। চরমোনাই-আটরশির পীরসাবেরা টাউট। কওমী মাদ্রাসাওলাগো টেকা আহে লাদেনের ডোনারগো পকেট থিকা। ওগো টার্গেট কৃষক আন্দোলন ঠেকাইতে নিম্নবর্গে পাকি-আফগানী মডেলে জানোয়ার তৈরী করা। হিজবুত তাহরীর হইলো মুসলীম ব্রাদারহুডের তালতো ভাই। তাগো টার্গেট ম্যাগডোনাল্ডস খাওয়া টেকমোল্লারা।

বাংলাভাই-শায়খ রহমানরা ছিল ভাড়াইটা গুন্ডা। তাগো ফাসী দেওনের আগে সাংবাদিকগো লগে কথা কইতে না দেওনে সোজাসোজি জানা যায় নাই ঠিক কারা কারা তাগো কত কইরা দিছিল। তয় বি.এন.পির এক বিশিষ্ট মন্ত্রী মহোদয়রা যে তাগো পিছে আছিল এইটা এখন পরিস্কার। যারা টাকা দিয়া জামাত বানাইছিল তারাই এখন আবার টাকা দিয়া আরেক ফর্মের মৌলবাদী বানাইতাছে, যারা তাগো লগে সুইসাইড স্কোয়াড-সুইসাইড স্কোয়াড খেলে। আগের থিকা বোম-টোম মাইরা একটা জেহাদী জোশ উঠায়। তারপর হয় রামসফেল্ড নিজে আহে , নাইলে রিমোট দিয়া বিভিন্ন ধরণের জলপাই বসায়।

তাইলে এই মুহুর্তে বাংলাদেশে লাড়ায়ন তকবীর গো ঠিক কোন সংগঠিত গুরুপটা, দুইদিন পর পর চ্যাগা দিয়া উঠা স্বত:স্ফুর্ত শ্রমিক আন্দোলনের লগে এক সমতলে, মানে বিপরীতের ঐক্য ও সংগ্রাম ফর্মুলায় পড়ে? ঠিক কি কারণে কওমী মাদ্রাসাগুলারে ফ্যাসিস্ট তৈরীর কারখানা না বইলা বিপ্লবী স্থাপনা বলা যাইতারে? কোন বিষয় সোজাসু্জি বুঝতে চাওয়া কি প্রতিষ্ঠানের দালালি? আমি এইখানে যা যা কইলাম কোনটাই কিন্তু চোট্টাপানি তত্ত্বের কথা না। নিরিহ পর্যবেক্ষকের কথা। তাই বিষয়গুলা বুঝা দরকার। যারা যারা বুঝেন একটু কন না খোলসা কইরা।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ঠিক কি কারণে কওমী মাদ্রাসাগুলারে ফ্যাসিস্ট তৈরীর কারখানা না বইলা বিপ্লবী স্থাপনা বলা যাইতারে?

এইগুলারে কে বিপ্লবী স্থাপনা বলে প্রচার করে কিংবা প্রতিষ্ঠিত করতে চায়? সাধক তো আরো স্পষ্ট কথা বলেন সাধারনতঃ ।
ফরহাদ মজহার ছাড়া এরকম উদ্ভট,অসংগত ও প্রতিবিপ্লবী কথা আর কোনো বিচারবুদ্ধি সম্পন্ন মানুষের মুখ থেকে শুনার কিংবা লেখা থেকে পড়ার দুর্ভাগ্য হয়নি আমার ।
সাধক কি মজহার সাহেবকেই ইংগিত করেছেন?
----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সাধক শঙ্কু এর ছবি

এইটা তো খোলা প্রশ্ন। এইটা অনেকেই কয়। তার মধ্যে মজহার সাহেবও আছেন। তারা কওয়ার সময় বামপন্থী রাজনীতির নানারকম "অস্পষ্ট" সমালোচনা করেন কিন্তু বাংলা ভাই কেন ভাড়াইটা গুন্ডা না সেইটা আর কন না। তারপর দেখা যায় ইনাইয়া বিনাইয়া সামরিক সরকারের দালালি করেন। জিগাইলে অন্য কাউরে দেখাইয়া কয় উইও তো দালালি করে! এই সব কথার আড়ালে প্রশ্ন ধামাচাপা পড়ে। অথচ বুঝা দরকার বিষয়টা। কারণ তাগো লাইনে শুধু মতলববাজ শয়তান ছাড়াও অনেক আবেগপ্রবণ ভুদাই পোলাপান আছে।


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

সুমন চৌধুরী এর ছবি

হুম



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হেরা কেউ কিছু কইবো না।
ক্ষেমোতা নাই...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।