গাঁজিতা ২১

সাধক শঙ্কু এর ছবি
লিখেছেন সাধক শঙ্কু (তারিখ: সোম, ২৩/০৬/২০০৮ - ৩:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

তেরছা টানে আবছা দিলের পর্দা সরে
বাঞ্ছাপুরের শুকনা আলে ঝাপসা খড়ে;

তারার ছায়া বালির মাঠে আলগা ডরে
শ্মশান জ্বলে মানুষ বাঁচে মানুষ মরে;

বিরান মাঠে শুকনা দিলে ফুলকি ঝরে
শঙ্কু সাধক হাওয়ার খাঁচায় বসত করে।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

এইটা একটা কড়া সুখ টান হইছে।

-------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ফারুক ওয়াসিফ এর ছবি

বিরান মাঠে শুকনা দিলে ফুলকি ঝরে
শঙ্কু সাধক হাওয়ার খাঁচায় বসত করে।
চলুক

হা হতোষ্মি! হা হতোষ্মি!

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

খেকশিয়াল এর ছবি

শেষ দুই লাইন টাইনা কল্কিই ফাইটা গেল !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শেখ জলিল এর ছবি

মাভৈ! মাভৈ!!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এইটার নামই ত্রিশঙ্কু অবস্থা।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পিঠটা চুল্কায়ে দিলাম...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।