গাঁজিতা ২৮

সাধক শঙ্কু এর ছবি
লিখেছেন সাধক শঙ্কু (তারিখ: শুক্র, ২৭/০৮/২০১০ - ১১:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাইট্টা খোলের ধূম্রকাতর হাবশী
চেতনজ্বরে আমসি মুখের গ্রামসী

ভুরভুরি-ধ্বক ধূসর-শাবাব পল্টি
বীটলবণেই একশটে ভুশ্ ঘোলটি

ঢোলের ঘিঞ্জি ঘোলের বাদ্য তাকধিন
ভোলে'র মজমা ব্যোমভালোনাথ রাতদিন

মজমা খালাস জজবা তালাশ ধিনতাক
শুকনা ভোরে ফালতু ডাকে তিন কাক

চিত্তহজম নিত্যখসম গুগলি
উল্টোকদম পাক্কাকসম চুকলি

ঘুলঘুলি চোখ বৈতালি ঢোঁক সিদ্ধ
বুলবুলি হোক চুলবুলি ঝোঁক ঋদ্ধ

সিদ্ধাসিদ্ধ আসমানী হোক স্বাহা
চাদমারি-খোশ বাহা সাংদিল বাহা

একলা ঘরে হায়দারী-হাঁক বঙ্কু
আলতু স্বরে শাল্টু শানায় শঙ্কু।।


মন্তব্য

সবজান্তা এর ছবি

গুল্লি

অনেকদিন পর গাঁজিতা। ক্লাসিক একটা জিনিস।


অলমিতি বিস্তারেণ

সুজন চৌধুরী এর ছবি
কৌস্তুভ এর ছবি

ব্যোম ব্যোম। দেখি এক ছিলিম।

মহাস্থবির জাতক এর ছবি

বাঃ, বেড়ে। এবার আমাদের জন্যে একটু লেখাটা বাংলায় অনুবাদ করে দেবেন কি?
_____________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

কড়িকাঠুরে এর ছবি

অ্যাঁ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।