গাঁজিতা ২৫

সাধক শঙ্কু এর ছবি
লিখেছেন সাধক শঙ্কু (তারিখ: বিষ্যুদ, ২৫/০৬/২০০৯ - ১২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চিটাগুড়ে ছিবড়া দিয়া ছাঁকনি বানায়
কোন ঘরামি খুপড়ি সমান ঝুপড়ি ফানায়

ভর-সাধনে মজমা লুটায় আনাল হক
তেরছা টানে দিলের খাঁচায় ধোঁয়ার ধক্

মাইট্টা খোলে দমভরসায় চক্ষুমারে
ফাইট্টা দিলে শুকনা মাঠে গাঙের ধারে

পাইন্যা বাতাস শুকনা হুতাশ ঝিমায় তূষ
আলগা দিনে পাল্গা মনে ফিরায় হুঁশ

সাধুর ঘরে সাধুর বেশে সাধন করে
আয়নাজ্বরে ধূমবরাবর কলব ঝরে


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
কীর্তিনাশা এর ছবি

মাঞ্জা মাইরা গাঞ্জা খায়
ছন্দকলায় খেইল দেহায় ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেকদিন পরে...

মামুন হক এর ছবি

দয়াল বাবা, সাঁই বাবা, আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর

সবুজ বাঘ এর ছবি

হ।

শাহেনশাহ সিমন এর ছবি

সাধু সাধু!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তীরন্দাজ এর ছবি

ভালৈছে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।