আর্কাইভে '৭১ ও "রং মিস্তিরি" আলী আমান

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ১৪/০৭/২০০৮ - ১০:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আলী আমান

একাত্তরের দিনগুলো যদি থাকে শুধু আর্কাইভে
মুক্তিযুদ্ধ ছিনতাই হবে, "চেতনা" তো মার খাইবে !

রাজনীতিকরা জানে বিভেদের ইতিহাস কপচাইতে
শ্বাপদের কাছে নতজানু হয়ে ক্ষমতার চপ চাইতে

রাজাকার হয় মুক্তিযোদ্ধা ঠিক মতো "সর" পাইলে
ভাবখানা সব পাপ মুছে যাবে দেশ নিয়ে তড়পাইলে !

রং মিস্তিরি আলী আমানের ইতিহাসে নাম নেইতো
তবু তাকে দেখে "মুক্তিযুদ্ধ" মনে হয় সামনেইতো !

১৪ জুলাই ২০০৮


মন্তব্য

হিমু এর ছবি

সাংবাদিক সচলদের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি, আমান সাহেবের ভালো কিছু পোর্ট্রেট সম্ভব হলে দিন আমাকে।


হাঁটুপানির জলদস্যু

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ হিমু ভাই ছবিটা সংযুক্ত করে দেয়ার জন্য ।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমাদের দেশের রাজনীতি এখন কুকুরের মত প্রভূর সামনে লেজ নাড়ানোর মাঝেই সীমাবদ্ধ। তাই আমাদের স্বপ্ন মার খায় প্রতি পদে। নেতাদের জিভ থেকে লোভের লালা ঝরে। দেশের ভালোর দিকে মন নেই। মন কেবল খাবারের ভাগের প্রতি। চোখ কেবল উচ্ছিষ্টের প্রতি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ফারুক হাসান এর ছবি

রাজাকার, তুই দেশ ছাড়!
রাজাকারমুক্ত দেশ হোক আমার অঙ্গীকার।

শেখ জলিল এর ছবি

রং মিস্তিরি আলী আমানের ইতিহাসে নাম নেইতো
তবু তাকে দেখে "মুক্তিযুদ্ধ" মনে হয় সামনেইতো !
..এইটুকুর জন্য বিশেষ ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রং মিস্তিরি আলী আমানের ইতিহাসে নাম নেইতো
তবু তাকে দেখে "মুক্তিযুদ্ধ" মনে হয় সামনেইতো !

সে-আশায় বুক বাঁধলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

উদ্ধৃতি
"রং মিস্তিরি আলী আমানের ইতিহাসে নাম নেইতো
তবু তাকে দেখে "মুক্তিযুদ্ধ" মনে হয় সামনেইতো ! "

-আর কিছু বলার নেই। সালাম আকতার ভাই।
--------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

রং মিস্তিরি আলী আমানের ইতিহাসে নাম নেইতো
তবু তাকে দেখে "মুক্তিযুদ্ধ" মনে হয় সামনেইতো !

ঠিক! একেবারে ঠিক!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তানবীরা এর ছবি

আকতার ভাই, খুব সুন্দর হয়েছে। আপনার বিষয় আর সাথে ছন্দ দুটোই আসে। সুকুমার রায়ের সময় জন্মালে পাঠ্য বইয়ে আজ আপনার ছড়া থাকতো। ভুল সময়ের মহাকবি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আবু রেজা এর ছবি

ভালো লাগলো। জয়ী হোক আকতার।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।