বোধ সংক্রান্ত

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শনি, ১৬/০৬/২০০৭ - ৪:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সে এক বৃক্ষ প্রাচীন
বাতাসে যে ছড়িয়ে দেয় প্রাচীনতা
আমরা সেই বৃক্ষের করতলে সমর্পন
করি আমাদের বোধ...

...যতক্ষন না আমরা মাতাল হয়ে যাই
যতক্ষন না বাতাসে সওয়ার হয় আমাদের আত্মা
ততক্ষন সেই বৃক্ষের কাছে পড়ে থাকি।

যখন ফিরে পাই বোধ
তখন আশ্চর্য হয়ে লক্ষ্য করি সে
আগের চেয়ে অনেকটা হাল্কা হয়ে গেছে...


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

মাতাল হওয়াটা মাঝেমাঝে দরকার, খুবই দরকার!
বৃক্ষের কাছ থেকে মুক্তির জন্য মাতাল হাওয়ার সাথে মাতলামির বিকল্প খুব বেশি নেই। চমৎকার গতিময় কবিতা। ভালো লাগলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অরূপ এর ছবি

বস, একটা ছবি দেন সাথে
ভালো লাগলো
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

নজমুল আলবাব এর ছবি

বলাইদা আমি বিগলিত হই।

দুলাভাই,
শরমের কথা কি আর বলিব, আমি ছবি দিতে পারিতেছিনা... মন খারাপ

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভুল সময়ের মর্মাহত বাউল

হাসান মোরশেদ এর ছবি

'প্রাচীনতা' শব্দটা কি সাবলীল?
বোধটা ভালো লেগেছে ।
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নজমুল আলবাব এর ছবি

আমার কাছে খারাপ লাগছেনা মামা। একটু কাটাছেড়া করনা, সময় আছেতো? এইটা এডিট ছাড়া দিছি। অনলাইনেই নাহয় এডিট হল।

দুলামিয়ারে কি বলেযে কৃতজ্ঞতা জানাব...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভুল সময়ের মর্মাহত বাউল

মাশীদ এর ছবি

বাহ্ বস্!
অনেকদিন পরে আপনার একটা কবিতা পড়লাম।
চমৎকার!

---------------------------------------
হারিয়ে যেতে হবে আমায়
ফিরিয়ে পাব তবে।


ভাল আছি, ভাল থেকো।

নজমুল আলবাব এর ছবি

হ, অনেকদিন পরে। মেজাজ বিলা হইলে আমি আগাইতে পারিনা @ মাশীদ

ভুল সময়ের মর্মাহত বাউল

কর্ণজয় এর ছবি

jotokkhon na amra matal hoi-e jai

আরিফ জেবতিক এর ছবি

কবিতাটি ভালো লেগেছে।
"প্রাচীন" এবং "প্রাচীনতা" পরপর দুই ছত্রে আসায় একটু চোখে বাজছে মোরশেদের মতোই।

আর ছন্দের কোন মারপ্যাচ না থাকলে,শেষ লাইনটির ব্যাপারে কবির পুন:মনোযোগ আশা করি।

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

বেশ লেগেছে। মৃত্তিকার বীর সন্তান হাল্কা হতে পারে সহজেই।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কই গেলেন?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আলবাব, প্রশংসা মনে হয় ব্লগারুরা বেশি করতেছে। সাবধান।
অসমাপ্ত জিনিস পড়ে যদি তারা এরকম আহা-উহু করে তবে তারা আসলে নিকটজন। কবিতা দিতে হবে হৃদয়হীন সমালোচকের চাকুর নীচে।

এইখানে কি বিরাট বিরাট কবিতা হবে?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।