Archive - ডিস 15, 2008

ছবির নাগরিক

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছবিতে বাঁধানো মন বের হয়ে আসে
হৃদয়ো মন্দিরে প্রিয় চুপ করে হাসে
কত কথা বলি তবু দেয়না সাড়া
আদরের হাতছানি দেয়না নাড়া।

বরফ-পাথর বলে অভিযোগ করি
কাজের নুড়ি দিয়ে সময় ভরি
তারপরো অকারনে চোখ চলে যায়
বারবার এ হৃদয় থমকে দাঁড়ায়।

চোখেতে চোখ রেখে ভাবনাতে দোলায়
আমার গানের সুর কুয়াশায় মিলায়
আবেগের জল-পাহাড়; তার নেই বিষ্ময়
জোয়ারের ঝাঁপি ফেলে নিশ্চল মৃন্ময়।

মেঘলা শ্রাবণ ডুবে চোখের দিঘ...