Archive - ফেব 13, 2009 - বইয়ের পৃষ্ঠা

সার্থক জনম আমার

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শুক্র, ১৩/০২/২০০৯ - ৯:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

রবীন্দ্রসঙ্গীত
শিল্পী: সুচিত্রা মিত্র

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে

জানি নে তোর ধন-রতন
আছে কি না রাণীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে

কোন বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল
কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে

আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে

Sarthok_Jonom.mp3...


ক্লান্তি নামে গো

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ১৩/০২/২০০৯ - ৭:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ ক্লান্তি নামে গো
কথা ও সুর: সলিল চৌধুরী
কন্ঠ: দ্বিজেন মুখোপাধ্যায়

ক্লান্তি নামে গো, রাত্রি নামে গো
বাইতে পারিনা যে তরণী আর কতদূর।।

হায় কোথায় শ্যামল মাটির মায়া
হায় কোথায় সবুজ বনের ছায়া
কোথা সে নীড় গভীর প্রেমের মোহনা
আহা কোথায় রে সে দিন।

এ শুধু নিঠুর ভেঙ্গে ফেলা
দিবা নিশি ভাসাই আশার ভেলা
মনোবীণার তারে শুধুই বাজে
আয় আলোক।

তবু তুমি আশার দীপ জ্বেলে রেখো
বাতায়নে আমার পথ চে...


ও আলোর পথ-যাত্রী

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ১৩/০২/২০০৯ - ৭:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ ও আলোর পথ-যাত্রী
কথা ও সুরঃ সলিল চৌধুরী

ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেম না
এ বালুরচরে আশার তরণী তোমার যেন বেঁধো না,
আমি ক্লান্ত যে, তবু হাল ধরো, আমি রিক্ত যে, সেই সান্ত্বনা
তব ছিন্ন পালে জয়পতাকা তুলে, তূর্য তোরণ দাও হানা
ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেম না
আহা বুক ভেঙে ভেঙে, পথে থেমে, শোণিত কণা
কত যুগ ধরে ধরে, করেছে তারা সূর্য রচনা
আর কত দূর, ওই মোহনা, এ যে কুয়াশা, এ যে ...