Archive - ফেব 19, 2009 - বইয়ের পৃষ্ঠা

কে এসে যায় ফিরে ফিরে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বিষ্যুদ, ১৯/০২/২০০৯ - ৮:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ কে এসে যায় ফিরে ফিরে
শিল্পীঃ মহিউজ্জামান চৌধুরী
কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

কে এসে যায় ফিরে ফিরে
আকুল নয়ন নীরে?
কে বৃথা আশাভরে
চাহিছে মুখ-'পরে?
সে যে আমার জননী রে!

কাহার সুধাময়ী বাণী
মিলায় অনাদর মানি?
কাহার ভাষা হায়
ভুলিতে সবে চায়?
সে যে আমার জননী রে!

ক্ষণেক স্নেহকোল ছাড়ি
চিনিতে আর নাহি পারি।
আপন সন্তান
করিছে অপমান---
সে যে আমার জননী রে!

পুণ্যকুটিরে বিষণ...


বিধির বাঁধন কাটবে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ১৯/০২/২০০৯ - ৭:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

রবীন্দ্রসঙ্গীত

বিধির বাঁধন কাটবে
তুমি এমন শক্তিমান
তুমি কি এমন শক্তিমান
আমাদের ভাঙাগড়া তোমার হাতে
এমন অভিমান
তোমাদের এমনি অভিমান

চিরদিন টানবে পিছে
চিরদিন রাখবে নীচে
এত বল নাই রে তোমার
সবে না সেই টান

শাসনে যতই ঘেরো
আছে বল দুর্বলেরও
হও না যতই বড়ো
আছেন ভগবান

আমাদের শক্তি মেরে
তোরাও বাঁচবি নে রে
বোঝা তোর ভারী হলেই
ডুববে তরীখান

31 BIDHIR BADHON.m......


আপনি অবশ হলি

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বিষ্যুদ, ১৯/০২/২০০৯ - ৭:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আপনি অবশ হলি
শিল্পীঃ সমবেত
কথা ও সুর- রবীন্দ্রনাথ ঠাকুর

আপনি অবশ হলি,
তবে বল দিবি তুই কারে?
উঠে দাঁড়া, উঠে দাঁড়া,
ভেঙে পড়িস না রে

করিস নে লাজ, করিস নে ভয়,
আপনাকে তুই করে নে জয়।।
সবাই তখন সাড়া দেবে
ডাক দিবি তুই যারে।

বাহির যদি হলি পথে
ফিরিস নে আর কোনোমতে,
থেকে থেকে পিছন-পানে
চাস নে বারে বারে।
নেই যে রে ভয় ত্রিভুবনে,
ভয় শুধু তোর নিজের মনে।।
অভয়চরণ শরণ ক'রে
বাহির হয়ে যা র...