লেখালেখির মিথস্ক্রিয়া..

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০০৭ - ৪:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লেখালেখির মিথস্ক্রিয়াচিত্র করার একটা বাসনা ছিল, আজকে কাজটা শেষ হল। আপনার থেকে যে যতো দূরে সে ততো কম আপনার লেখায় মন্তব্য করেন। যে যতো বেশী ঝাপসা তার লেখায় আপনি ততো কম মন্তব্য করেন।

নীচে কয়েকজনের লেখালেখির মিথস্ক্রিয়াচিত্র্র দেওয়া হল..

নিজেরটা দেখতে শেষ সংখ্যাটা বদলে নিন (যেকোন নামের লিংক এর উপর রাইট ক্লিক করে সংখ্যাটা জেনে নেওয়া যেতে পারে)

হিমু
http://www.sachalayatan.com/stats/3

শোমচৌ
http://www.sachalayatan.com/stats/42

হাসান মোরশেদ
http://www.sachalayatan.com/stats/7

এস এম মাহবুব মোর্শেদ
http://www.sachalayatan.com/stats/31


মন্তব্য

অরূপ এর ছবি

দেখতে না পারলে Adobe SVG ভিউয়ার (2.3MB) ইনস্টল করে নিতে হবে এখান থেকে
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা স্যার । ফায়ারফক্সে দেখতে পাচ্ছি এবার ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুহম্মদ জুবায়ের এর ছবি

আপনার থেকে যে যতো দূরে সে ততো কম আপনার লেখায় মন্তব্য করেন। যে যতো বেশী ঝাপসা তার লেখায় আপনি ততো কম মন্তব্য করেন।

অরূপ, কথাটা ঠিক বুঝিনি। কিন্তু কাজ ভালো লাগলো। ক'দিন নিখোঁজ থেকে এই করলেন? এরকম হলে মাঝেমধ্যে আপনার জন্যে ছুটি বরাদ্দ করার সুপারিশ করা যাবে। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অরূপ এর ছবি

মুহম্মদ জুবায়ের এর গ্রাফ
http://www.sachalayatan.com/stats/55
হাসিব কেন দূরে আর ঝাপসা, মুর্শেদ কেন অন্যদের চেয়ে কাছাকাছি?

মুহম্মদ জুবায়ের এর ছবি

তা তো জানি না। তারাই বলতে পারবেন। কিন্তু ভাবছি, হসিবের নামে একটা মামলা করা যায় না?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মনে করেন আমার গ্রাফে সুমন রহমান অনেক দূরে। তার মানে তিনি আমারে পাত্তা দেন না। দেঁতো হাসি কিন্তু সুমন রহমান আবার তুলনামূলকভাবে গাঢ় তার মানে আমি তার লেখায় তুলনামূলক ভাবে বেশী কমেন্ট করছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

এইটা একটা কাজের কাজ হয়েছে।
জটিল রে ভাই জটিল!


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অমিত এর ছবি

আমি নামের জায়গা খালি বাক্স, বাক্স দেখি কেন ? তবে আমার ব্লগের শেপটা মজার হইসে। পারফেক্ট সার্কেল। এইটা প্রমাণ করে যে একবার আমার ব্লগে আসছে, ভুলেও আর ঐমুখো হয় না।
______________________________
suspended animation...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অরূপ একটা মডিউল করে দিবো? ড্রুপালে জমা দিলে তুমি হিট হয়ে যাবা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অরূপ এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।