ন্যাট জিও ১৯৭২: ইতিহাসের ধূসর পাঠ

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: মঙ্গল, ১৮/০৯/২০০৭ - ৭:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার একটি দল ১৯৭২ সালে বাংলাদেশে আসেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিযে সদ্য স্বাধীন হওয়া একটি দেশের স্বরূপ দেখার জন্য। ইউলিয়াম এলস ফিরে গিয়ে পত্রিকায় একটি প্রচ্ছদ প্রতিবেদন করেন -'বাংলাদেশ: একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন লালন করছে'-শিরোনামে।

আটাশ পৃষ্ঠার ওই প্রচ্ছদ কাহিনীর সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের আলোকচিত্রী ডিক ডুরেন্স এর দুর্দান্ত চার রঙা সাতচল্লিশটি সংযুক্ত করা হয়।

ন্যাট জিও'র ওই প্রচ্ছদ প্রতিবেদনটি বছর চারেক আগে আমি প্রয়াত একজন ব্যবসায়ী আহমেদ উল্লাহ ব্যক্তিগত লাইব্রেরি থেকে সিডি আকারে সংগ্রহ করি। এতোদিন এই সিডিটি আমার জিম্মায় বাক্স বন্দী ছিলো।

নিজে ইংরোজিতে প্রায় গোমূর্খ, তা এটি অনুবাদের সাহস করিনি।

বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কয়েকজন সহকর্মিকে বিষয়টা জানাতে হইচই পড়ে যায়। ইংরেজীতে অনার্স-মাস্টার্স সাবিহা (এখন বিবিসিতে) এটি অনুবাদ করার দায়িত্ব নেন। কিন্তু তাঁর মা ক্যান্সারের রোগি; উপরন্তু অফিস, বিয়ে, সংসার... সাবিহা শেষে হাল ছেড়ে দেন। একই দায়িত্ব নেন আরেক সহকর্মি রিমু; রিমু নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহযোদ্ধা ছিলেন। আমরা একসঙ্গে কতোই না ঘাতক-দালাল নির্মুল কমিটির হরতাল-অবরোধের পিকেটিং করেছি! তো চেতনাগত কারণেই রিমু সফল হবেনই হবেন,এমনটিই ধারণা ছিলো। কিন্তু এটা সেটা নানা অজুহাতে রিমুও শেষে হাল ছেড়ে দেন।

অনেক অলোচনার পর মুক্তিযুদ্ধের ওপর যার অগাধ শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের নানা দুর্লভ দলিল যার সংগ্রহে, সেই সহকর্মি পিয়াল ভাই এখন দায়িত্ব নিয়েছেন এটি অনুবাদ আকারে প্রথম সচলায়তনে প্রকাশ করার। ডেডলাইন- ১ ডিসেম্বর, ২০০৭। এরমধ্যে পিয়াল ভাই কাজটা শেষ করলে ভাল; নইলে ইংরেজিতেই ছবিসহ হুবুহু টেক্স সচলায়তনে দিয়ে দেবো। কাঁহাতক আর পাঁচ বছর সময় নষ্ট করা যায়!

এখন দেখা যাক, কি হয়। পিয়াল ভাই ভরসা।...


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

মূল ইংরেজিটা আমি পেতে আগ্রহী। কোনভাবে পাওয়া যেতে পারে?
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ইশতিয়াক রউফ এর ছবি

আমিও মূল ইংরেজি প্রকাশনা পেতে আগ্রহী। আমি নিজে ন্যাটজিওর সাবস্ক্রাইবার। চেষ্টা করবো ঐ সূত্রেও যোগাড় করতে।

পিয়াল ভাই, যদি কাজের চাপ বেশি হয়ে যায় তো আমি নিজের সীমিত সামর্থ্যে যেটুকু সম্ভব সাহায্য করতে প্রস্তুত। শুধু জানান দেবেন, তাহলেই হবে। (ishti.rouf@gmail.com)

হিমু এর ছবি

আমিও মূল ইংরেজি কপিটি পেতে আগ্রহী।


হাঁটুপানির জলদস্যু

বিপ্লব রহমান এর ছবি

আপনাদের আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ।

কিন্তু এইভাবে 'মূল কপি ইংরেজীতে চাই' বলে কৌশলে আবার পিয়াল ভাইকে আলস্যের ফাঁদে ফেলা হচ্ছে না তো? চোখ টিপি

এই ডিসেম্বরে সচলায়তনের পাতায় আগে বাংলা ভাবানুবাদ আসুক; পরে না হয় ইংরেজী কপিও দেওয়া যাবে। সবার প্রতি বিনীত অনুরোধ, সে পর্যন্ত একটু ধৈর্য ধরার জন্য।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুহম্মদ জুবায়ের এর ছবি

ইংরেজি মূলটা আমার কাছে পাঠালে অনুবাদের কাজটা আমি করে দেবো। এক মাসের মধ্যে। কথা দিচ্ছি।

আমার ইমেল :

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

বিপ্লব রহমান এর ছবি

এখন দেখা যাক, কি হয়। পিয়াল ভাই ভরসা।...

জুবায়ের,

আপনার আগ্রহের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওই দায়িত্বটি এখন পিয়াল ভাইকে দেওয়া হয়েছে।

আপনাকেও অনেক ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুহম্মদ জুবায়ের এর ছবি

একটু ব্যাখ্যা দেওয়া দরকার মনে করি। আমার প্রস্তাবের অর্থ কিন্তু পিয়ালের সামর্থ্য বা ইচ্ছার প্রতি অনাস্থা নয়। আমার আগ্রহটাই প্রধান ছিলো।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

বিপ্লব রহমান এর ছবি

জুবায়ের,

ঠিক আছে ভ্রাতা। আমি আপনাকে বুঝেছি। আবারো শ্রদ্ধা, ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

বিপ্লব রহমান এর ছবি

পুনশ্চ: একটু আগে শ্রদ্ধেয় সহকর্মি মাসকাওয়াথ আহসান লেখাটি পড়ে একটি গুরুতর ভুল ধরিয়ে দিলেন। এতে কোথাও ন্যাট জিও'র ওই সচিত্র লেখাটি কার লাইব্রেরি থেকে সংগ্রহ করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি!

তো এখন সম্পাদনা করে ন্যাট জিও'র ওই প্রচ্ছদ প্রতিবেদনটি বছর চারেক আগে আমি প্রয়াত একজন ব্যবসায়ী আহমেদ উল্লাহ ব্যক্তিগত লাইব্রেরি থেকে সিডি আকারে সংগ্রহ করি। -- এই বাক্যটি যোগ করলাম।

অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আন্তরিকভাবে দু:খিত, লজ্জিত। মাসকাওয়াথ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।