'প্রথম আলোর' আলো কী নিভে আসছে?

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: মঙ্গল, ০২/১০/২০০৭ - ১১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকে (২ অক্টোবর, মঙ্গলবার) প্রথম আলোর দ্বিতীয় সম্পদকীয় হচ্ছে: বেয়ালখালীর সড়কগুলোর বেহাল দশা!

সাম্প্রতিক ভাড়ী বর্ষণের কারণে চট্টগ্রামের একটি উপজেলা বোয়ালখালীর সড়কগুলো ভেঙেচুড়ে বেহাল, তাই চট্টগ্রামবাসীর চলাচলে এটি অসুবিধা সৃষ্টি করছে। অবিলম্বে কর্তৃপক্ষ যেনো এদিকে সুদৃষ্টি দেন। -- ইত্যাদি ইত্যাদি হচ্ছে 'প্রচার সংখ্যায় প্রথম' খ্যাত এই দৈনিকের সম্পাদকীয়টির মোদ্দা কথা।

খুব জানতে ইচ্ছে করছে, অর্থনীতি - রাজনীতির কথা না হয় বাদই দেওয়া গেলো, শুধুমাত্র জনসংখ্যার দিক থেকেই দেশে বোয়ালখালীর অবস্থান কততম? সাংবাদিকতার বিচারেই বা কী ভাবে 'বেয়ালখালীর বেহাল সড়কগুলো' জ্ঞানবাদী এই পত্রিকার সম্পাদকীয় হওয়ার যোগ্যতা অর্জন করে?

প্রথম আলোর সম্পাদকীয়টি পড়ুন এখানে

(অমৃত বচন: প্রথম আলো পড়তে হয়; নইলে পিছিয়ে পড়তে হয়! চোখ টিপি)


মন্তব্য

আড্ডাবাজ এর ছবি

খুব ভাল খবর। দেশের অবহেলিত জনপদগুলোকে সম্পাদকীয়তে স্থান দিয়ে প্রথম আলো জনস্বার্থে সচেতনতা বাড়াচ্ছে। এধরণের সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আগাম মোবারকবাদ!!!

ইশতিয়াক রউফ এর ছবি

কিছুদিন ধরে সংবাদপত্র এবং সম্পাদক নামক প্রতিষ্ঠানের অধঃগতি দেখে আতঙ্কিত হচ্ছি খুব। মনে হয় সমালোচনা না করে বিকল্পও ভাবা উচিত। এই ব্যাপারে খুব মনে হয় সচলায়তনের মত কোন পত্রিকা থাকলে হত দেশে। অন্তত পাক্ষিক বা মাসিক কিছু একটা হলেও। মুক্ত, প্রগতিশীল কণ্ঠগুলো হারিয়ে যাচ্ছে প্রতিদিন।

আরিফ জেবতিক এর ছবি

বিলাই কামড়ালে এমনই তো হয়।

বিপ্রতীপ এর ছবি

@জেবতিক ভাই,
মজার কমেন্ট...

হাসিব এর ছবি

ভারতীয় উপমহাদেশের এই কোনাটাতে আমরা কোনকিছুই বেশীদিন টিকায় রাখতে পারি নাই । ক্যান কে জানে ..

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।