মোগল রাজপুত্র দারা শুকো সাফাভিদের সাথে টেরম টেরম যুদ্ধে কান্দাহার গেছিলেন।সাথে ছিল ইন্দ্র নামে এক সাধু। এই ইন্দ্র বাবাজী লড়াইর মাঝে ফট করে কান্দাহার দূর্গের সামনে গিয়ে কইলেন বদ্দা ঢুকতি দাউ। ছাদে তামুক খাব।
কৌতুকের বশে সাফাভিদ দূর্গপ্রধান তার দারোয়ানকে বললেন একে ছাদে আসতে দিতে। ছাদে গিয়ে সাধুবাবা সত্যই তামাকের ছিলিম ধরাইলেন। দূর্গের সকলে খ্যা খ্যা করে তা দেখে সে কি হাসি!
দুই দিন পরে তামুকের ছিলিম শেষ করে নামতে গেলে দূর্গের সাফাভিদ বাহিনী তারে কইষা পিটায় আর টুশ করে কল্লা নামায় দেয়। দি এন্ড।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইঁদুর-অধ্যুষিত এলাকায় প্যাঁচার যুগল (মদ্দা আর মাদী) সরবরাহ করা হলে ভালো হতো। ছানা-তোলা প্যাঁচা এক লালন-মৌসুমে কয়েকশ ইঁদুর মারে। বিষ বা বিদ্যুৎ, দুটোই মানুষসহ অন্যান্য প্রাণীর জন্যে হানিকর।