স্বপ্নের কুয়াশারা

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: মঙ্গল, ৩০/১০/২০০৭ - ৯:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং কুয়াশা খুব গাঢ় হয়ে পড়ে
হিম হিমে শীতের ভোরে
লেপমুড়ি আড়মোড়া ভেঙ্গে এপাশে ওপাশে গড়াগড়ি শেষে
আমার অলস সময়
বাইরে জবুথবু একপাল হৈ-হল্লা মানুষ আগুন পোহায়
কেঁপে কেঁপে প্রশান্তি জড়ানো আদরে আদরে

গাছি আসে
খেজুরের রস তেমন টলটলে হয় না আর কুয়াশার তোড়ে
তবুও পায়েসে চিতইয়ে
ওপাশে মুড়ি ভাঁজে বাড়ির মেয়েরা মায়েরা
বালিতে ফোটে ফটফট
চোখের নিমিষে ফুলেফেঁপে ফুল হওয়া লোনা-দুসিদ্ধ চাউলের দল
ঝাঁজরের ফুটো গলে বালিরা ঝরে যায়
কুয়াশা তবু থাকে থেকে যায় ঢেকে দেয় সূর্যের পথ

আমি স্বপ্ন দেখি খুব
কখনো বিস্ময় কখনো ভোঁতা অনুভূতি ভেঙ্গে জীবনের আশ্বাসে
সময়ের অধোগতি
প্রাপ্তি অজস্র অনাগত সুখের কাব্যবাণ


মন্তব্য

সৌরভ এর ছবি

হুমম, কেমন যেনো নস্টালজিক।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

সৌরভের ছেলেবালার গল্প পড়ে অনুপ্রাণিত। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তারেক এর ছবি

ইদানিং কুয়াশা খুব গাঢ় হয়ে পড়ে
হিম হিমে শীতের ভোরে

... কি দারুন শুরু! "অজস্র অনাগত সুখের কাব্যবাণ" - স্বপ্নে দেখা হয় বলেই বোধহয় "ভোঁতা অনুভূতি"র সময়গুলো কাটিয়ে দেয়া যায় অবলীলায়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

অনুভূতিই মনে হয় নাই। মন খারাপ
হয়তো আছে, ঘুমন্ত। কখন যে জাগবে!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

হুম



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।