পানপর্ব-৬

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ০৮/১০/২০০৭ - ৮:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শরীরে জ্বর এলে মনে পড়ে,মনের ও অসুখ হয়েছিলো;
এইপথে,সেইপথে,কতোপথে মিছে ঘুরোঘুরি ।কখনো
বেখেয়ালে সন্ধ্যা ঘনালে ঠক ঠক কড়া নাড়ি এই সেই
তাহাদের বাড়ী ।
তাহাদের বড়ো লাবন্য হয়,রংগীন ঝরোকাময় সন্ধ্যা ও রাতের প্রহর । আনন্দ হয়,বড়ো আনন্দ হায়!-কে পাখী গান গেয়ে যায় বিষাদের ঝড় । মন বেচাইন হয়, হায় বেচাইন মন ।
এতো বেচাইন হতে যে শাস্ত্রে আছে মানা । কেনো মিছে ডানা ঝাপ্টাও সোনা? দুরে বহুদুরে আরো দূরে চলে গেছে দুরবাসী মেঘ । এই বার গিলতে পারো নির্জলা আরো দুচার পেগ ।
চুমুকে চুমুকে বাড়ুক মনের অসুখ । চেপেচুপে রাখো । আগে তো আসুক । শরীরে জ্বর আসুক ।জ্বর এলে তবে মনে করা যাবে একদা কবে,কবে যেনো মনের ও হয়েছিলো অসুখ ।

***আগষ্টের ৩ । প্রথম প্রহর


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ঝরাপাতা | শুক্র, ২০০৭-০৮-০৩ ০১:৫৭

সাধু! সাধু!! সাধু!!!

--------------------------------------------------------------------------------
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

হাসান মোরশেদ | শুক্র, ২০০৭-০৮-০৩ ০২:০০

পানপর্ব থামাবো কোথায় বলোতো?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান |

মুহম্মদ জুবায়ের | শুক্র, ২০০৭-০৮-০৩ ০৫:৩৭

সবাই নেশায় ঢুলু ঢুলু হলে তারপর থামার কথা।

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

ঝরাপাতা | শুক্র, ২০০৭-০৮-০৩ ০২:০৩

কি অলক্ষুণে কথা! পানপর্ব থামবে কেন? পানপর্ব চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত।

--------------------------------------------------------------------------------
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

জ্বিনের বাদশা | শুক্র, ২০০৭-০৮-০৩ ০২:০৬

বর্ণ আর অক্ষর গিলেই সুধাপান হলো
পানপর্ব থামবে কেন?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

হাসান মোরশেদ | শুক্র, ২০০৭-০৮-০৩ ০২:০৮

ইনফিনিটি ইনফিনিটি...শুন্য শুন্য...অনন্ত নামের নিশ্চিত শুন্যতা ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান |

এস এম মাহবুব মুর্শেদ | শুক্র, ২০০৭-০৮-০৩ ০২:১৫

থামবে কোন চলুক বস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

ইমরুল হাসান | শুক্র, ২০০৭-০৮-০৩ ০৭:১৭

ভালো হইছে।তাজা কবিতা ভাপ ছড়াইতেছে।
. . . . . . . . .
নিরবতার দেয়ালে ছায়ারাও যে ভাষা তৈরি করে

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

শোহেইল মতাহির চৌধুরী | শুক্র, ২০০৭-০৮-০৩ ১৬:৩৬

দুরে বহুদুরে আরো দূরে চলে গেছে দুরবাসী মেঘ ।
এই বার গিলতে পারো নির্জলা আরো দুচার পেগ ।

দূরে চলে যাওয়ার সেই দু:খ তো আর এ জীবনে শেষ হওয়ার না। এইতো যথেষ্ট কারণ হিসেবে যে আজীবন পান বা পানপর্ব থামবে না।

অনুপ্রেরণা হারিয়ে ফেললে মাঝে মাঝে খৈয়াম বের করে উঁকি দেবেন। দেখবেন পানপর্ব ফুরাবে না।

-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

অতিথি (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৭-০৮-২৮ ১২:৫৮

Dear Hasan,
Got ur writing after long days.No comment as usual. Just to say hello,just keep it up, dont give up please.

Nil

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান |

হাসান মোরশেদ | সোম, ২০০৭-০৯-০৩ ০১:০৯

অতিথি মাননীয়াঃ
খুঁজে বের করে পড়ার জন্য সবিশেষ কৃতজ্ঞতা । আমার আবার খোঁজাখুজি তে বেজায় ক্লান্তি । গিভাপ তো নিজ থেকে করিনা তেমন । কেউ ছেড়ে গেল কি আর করা । উইশ ইউ গুড লাক

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।