চোখের আলনায় সাজিয়ে রাখি একেকটি তুমি

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: বিষ্যুদ, ২৮/০১/২০১০ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমপাতা থেকে দেখি পুরো কবিতা পড়ে ফেলা যায়! এরকম হলে তো প্রাইভেসী নিয়ে টানাটানি। চোখ টিপি তাই উপরের এই লাইনগুলো সংযোজন করে দিলাম। ফলদায়ক হলে অন্য কবিতা পোস্টানোর সময় ব্যবহার করার ইচ্ছা রইল। আমিন।

======================

ঘুমিয়ে গেছি প্রকট জাগরণের শহরে
শারদীয় আকাশঘরের বিপরীত

খাস্তা রাতে লুকিয়ে রাখো চুল, হাতের তালু
বালকেরা গেঞ্জি পরে ঘুড়ি ওড়াতে ভরপুর

আজ কোন কাজ নেই তাই দারুণ বসে আছি মজে
বিষণ্ণ চালকুমড়ো

কয়েকটি বনমোরগ এসে সংকেত দিয়ে যায়
পালকনৃত্যের
জলের তীলক মুছে অমল পোশাকে
দেখি
বহিরঙ্গ।

চোখের আলনায় সাজিয়ে রাখি একেকটি তুমি

১৫/৯/২০০৯


মন্তব্য

রেশনুভা এর ছবি

শেষের লাইনটা খুব ভালো লাগলো। উপরের লাইনগুলো নিজের মতন করে বোঝার চেষ্টা করেছি।

আশরাফ মাহমুদ এর ছবি

নিজের মতো করে বুঝতে পারাটা অনেক বড় চেষ্টা। শুভেচ্ছা রইল রেশনুভা ভাই।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

"জলের তীলক মুছে অমল পোশাকে
দেখি
বহিরঙ্গ।"

কল্পনার তুলিরেখা দিয়ে খুব সুন্দর করে বিষন্ন এঁকেছেন আপনি।
ধন্যবাদ আশরাফ মাহমুদ। শুভ কামনা।
শেখ আমিনুল ইসলাম

আশরাফ মাহমুদ এর ছবি

পাঠ করেছেন জেনে ভালো লাগল। শুভকামনা।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

রাহিন হায়দার এর ছবি

কবিতায় পাঠকের জন্য কল্পনার ক্ষেত্র তৈরি করার কাজটা ভালোই পারেন আপনি। আসুক আরো।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

আশরাফ মাহমুদ এর ছবি

শুকনো ধন্যবাদ ছাড়া কিছু দেয়ার নেই!

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তিথীডোর এর ছবি

চোখের আলোয় দেখে নিয়ে শেষমেষ আলনাতে সাজিয়ে রাখা একেকটি তোমাকে....
শেষ পংক্তিটি বেশ!!

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা, ধন্যু ধন্যু। কেমুন আছেন?

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তিথীডোর এর ছবি

জ্বে ভাইডি,
আল্লায় যেমুন রাখছে...

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আশরাফ মাহমুদ এর ছবি

সেরকম অটুট থাকেন, তিথীদি'। হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তাসনীম এর ছবি

চোখের আলনায় সাজিয়ে রাখি একেকটি তুমি

মনে থাকবে এই লাইনটা অনেকদিন। ভালো লেগেছে।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আশরাফ মাহমুদ এর ছবি

এতো পরম পাওয়া!

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অনিন্দ্য রহমান এর ছবি

শেষ লাইনটা না-হলে অন্য রকম হতো। এখন আরেক রকম হলো।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

আশরাফ মাহমুদ এর ছবি

ঠিক ঠিক। অনিন্দ্যকে ধন্যু।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খুবই ভাল্লাগলো। কবিতাটা আগে কয়েকবার পড়তে এসেও পড়িনি, কারণ কবিতা পড়ার মুড না থাকলে পড়ে ভালো লাগেনা।

আজ কোন কাজ নেই তাই দারুণ বসে আছি মজে
কারণ আজ শুক্রবার। হাসি

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা। আমি তো জানি শনিবার আর রবিবারে ছুটি! চোখ টিপি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শনিবার আর রবিবারে তো অফিশিয়াল ছুটি। শুক্রবারে আমি আধ্যাত্মিক ছুটি অনুভব করি। তাই মনটা ভালো থাকে।

আশরাফ মাহমুদ এর ছবি

আমি আবার শুক্রবার আর রবিবার সহ্য করতে পারি না! কেমন অবসাদে ভুগি।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কী বলেন! আপনি এত সুন্দর ক্রিয়েটিভ রচনা করতে পারেন আপনার আবার অবসাদ হয় নাকি? বাইরে ঘোরেন ফেরেন, ভালো লাগবে। আমার তো প্রকৃতি দেখলেই মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর!

আশরাফ মাহমুদ এর ছবি

ক্রিয়েটিভির মূল হলো বিষাদযাপন। অন্তত আমার ক্ষেত্রে! তবে এই শীতে, বরফে প্রকৃতি এখন বিগতযৌবনা।
সেজন্যই তো আপনি 'প্রপ্রে।' হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

জুয়েইরিযাহ মউ এর ছবি

কবিতাটি পড়তে বেশ ভালো লাগলো।

---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ জানাই, মউ।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।