বাংলাদেশ এ টিনটিন

দুর্দান্ত এর ছবি
লিখেছেন দুর্দান্ত (তারিখ: শনি, ২৯/১২/২০০৭ - ৪:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoতারপর গিমের বহু অপেক্ষিত গাংগেয় উপত্যকার প্রত্নতত্বের বিশেষ প্রদর্শনীটা আর হচ্ছে না।
ফঁস-এঁফোতো (আমাদের বিডিনিউজ২৪ডটকম এর ভায়রাভাই) এই ঘটনাকে টিনটিন এর ভগ্নকর্ন (broken ear) এর সাথে তুলনাই করে ফেলল।
লা মঁদ খবরটার প্রথম লাইনে গিমের বড়বাবু যঁ-ফঁসিয়ে লাখিজকে দিয়ে পরিস্থিতির বর্ণনাতে বলিয়েছে"écœuré", মানে এক কথায় বমিউদ্রেকর। বছরের শেষে এসে রেভেইয়ঁ এর দুই যিয়াফতের মধ্যে এসে এই সাইজের প্রদর্শনি বাতিল আর আজাইরা কামে ছয় লাখ ইউরো গচ্চা গেলে একটু বমি বমি লাগাটা স্বাভাবিক।
গিমের কাছে যদিও ঢাকা থেকে ১৮৮টি আর্টিফ্যক্ট্স্ পৌঁছে গেছে, পারলেই তারা প্রদর্শনী চালাতে পারত। কিন্তু তা আর কেন হচ্ছে না, এই কাশিটা গিমের কেউ ঝেড়ে কাশলো না। লা মঁদ অবশ্য একটু ত্যাঁদর, তারা ১৯৫০ এর খোয়া জাওয়া মালামালের রেফেরেন্সটা টেনেই আনলো।

টিনটিন আর স্নোয়িকে তাহলে এই যাত্রায় আর ঢাকায় দেখা যাচ্ছে না।


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

হমমম।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সজারু এর ছবি

ঢ়্যাব থাকিতে ঠিনঠিন আসিয়া কীই বা করিতে পারে।
_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

অমিত আহমেদ এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।