পর্ণমোচী

এরশাদ আলমগীর এর ছবি
লিখেছেন এরশাদ আলমগীর (তারিখ: শুক্র, ২৩/১১/২০০৭ - ৬:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভোজনের আতিশয্যে
বিষম লাগে; প্রবল
বর্ষণে প্লাবিত
হয় চরাচর;
অনুভূতি সব সেইমত শব্দবহে একাকার
হয়ে গেছে।দু:খের রেশ সকলের উদ্গারে
(আর আহার্য বঞ্চিত যেন এক আমি!)

সুখটাও পরকীয়।
নেই নিশ্চুপ রাতের
নি:শব্দ কোলাহল হৃদয়ের আরেক গেহে;
বেতার তরঙ্গ এইসব কিছু যেন -
ঘুরে ফিরে কানে কানে,
ঠেঁাটে ঠেঁাটে;
তাই একা লাগে এত কোলাহলে :
বিতরণ হয়ে গেছে মিষ্টান্নের মত-
সব স্বাদ আড়ালে আবডালে।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

"বিতরণ হয়ে গেছে মিষ্টান্নের মত-
সব স্বাদ আড়ালে আবডালে।'

একা তো লাগবেই! ভাল লেগেছে কবিতা।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অছ্যুৎ বলাই এর ছবি

সব স্বাদ ওপেনসোর্স করে দেওয়ার দাবি জানাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এরশাদ আলমগীর এর ছবি

ইচ্ছে হয় আপনার কথাই থাকুক। কিন্তু কিছু স্বাদ চাইলেও বোধ হয় ওপেনসোর্স হতে চায়না। তবু্ও প্রচেষ্টা অব্যাহত রইল। তীরন্দাজকে তার পছন্দের পংক্তিগুলো উদ্বৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

শেখ জলিল এর ছবি

ঠিক।
....সুখটাও পরকীয়।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।