পৃথক পাখিরাজ্যে পড়ে থাকে নীলপালক

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ২৯/০৪/২০০৮ - ১০:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরু কবে হয়েছিল ঠিক জানা নেই। নৃত্যসমগ্র পড়তে গিয়েই
দেখেছি মুছে যাওয়া মং‌গলের ছাপ । পৃথক পাখিরাজ্যে পড়ে
থাকা লাল-নীল পালক আর ধ্বনির দ্বৈত দিগন্ত। কোন আশ্রম
থেকে এসে এই উপত্যকায় বাউলেরা বানিয়েছিল পাতার বাঁশি,
তারপর বাজিয়েছিল তাও মনে করতে পারি না । আজকাল
আমার মিলাতে খুব ভুল হয়ে যায় বাউল দূর্বিন শাহ'র গানের
কলি---- '' পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী/
সংগে যাইতাম ওরে ও মাঝি ভাই, ঘাটে নাও ভিড়াইতে যদি''।

অনেক নি:শ্বাস আমাকে ছেড়ে যায়
আমি শুধু টেলিটকের বিজ্ঞাপনে মুখ থুবড়ে পড়ে থাকি
''আমরা ভালো আছি , আপনি ভালো আছেন তো ? ''


মন্তব্য

তারেক এর ছবি

অনেক নি:শ্বাস আমাকে ছেড়ে যায়

ঠিক এই লাইনে এসে পুরো কবিতাটা ধরা দেয়। অসাধারণ !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।