জন্মানুবাদ

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ২৮/১২/২০০৯ - ৮:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি নক্ষত্রের কক্ষপথ দেখে জেনে যাই ফেরার নিয়ম
কীভাবে মুগ্ধতার মশাল হাতে হাঁটে জোনাকপাখিরা ,আর
স্বীকৃতির ঘনিষ্ট কৃতিত্বে জেগে উঠে মাটির পদার্থ পরাণ।
নতুন জন্মের পসরা সাজিয়ে যে কৃষক বুনেছিল বীজ,তার
প্রতিমূর্তি স্থাপিত হয় নগরে নগরে। সে তো অচেনা নয়,তবু
তাকে সনাক্ত করতে অভিধানের প্রয়োজন পড়ে !এমন ঘোর
আর ঋণবদ্ধ খাতা খুলে এঁকে যাই নিজের মুখ। আমি তো
নস্যি মানুষ ! যারা মহাজন- যারা আকাশ প্রণেতা তাদের
তালুকে আমিতো কেবলই পান্থপ্রদীপ! গাণিতিক নদী আর
মেঘবর্গ ভূমির উজানে। ২৮ ডিসেম্বরের সন্ধ্যেসবুজ বলে
যায় , হে নবীন তুমিও অনূদিত হও জন্মের ধ্যানে।

ছবি - ম্যারিএ্যান হোভার


মন্তব্য

তিথীডোর এর ছবি

সুন্দর!!!
যার জন্মতিথি ,তাঁকে শুভেচ্ছা!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তমিজ উদদীন লোদী এর ছবি

তুমিও অনূদিত হও জন্মের ধ্যানে।
এই ধ্যানমগ্নতা বিরাজিত থাক শেষ ক্ষণ অবধি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হে নবীন তুমিও অনূদিত হও জন্মের ধ্যানে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।