মাত্রামঙ্গল

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শনি, ১০/০৫/২০০৮ - ৯:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাত্রামঙ্গল
=======
তৈরী জীবনের কাছ থেকে কিছুই শেখার নেই আমার। তার
চেয়ে এসো , বরং শিখে নিই বস্তিবিদ্যা ,পাথর রান্নার কলা
কুশল। কুড়িয়ে আনা খবরের কাগজ থেকে নায়িকার চাররঙা
ছবি দিয়ে বাসর সাজাবার প্রকৃত প্রণালী । ক্ষরণের বর্ষা থেকে
তুলে আনা শালুকের সাথে কিশোরীর প্রেমচোখে ভাব বিনিময়।

বৃষ্টিগুলো বিলিয়ে দিতে পারলে আমরা সহজেই দাঁড়িয়ে যেতে
পারবো ভূমিসন্তানদের কাতারে , এ প্রত্যয় নিয়ে সাজিয়েছিলাম
যে ক্যানভাস , সেটি সাথে করে নিয়ে এসো তুমি। জাতিপুঞ্জ
চত্বরে ইথিওপিয়া , সোমালিয়া থেকে যে শিশুরা এসেছে , যারা
আবারো সমবেত হয়েছে রঙিন পতাকাদের ছায়ায় , আমরা
তাদেরকে উপহার দেবো একটি করে রবীন্দ্রসঙ্গীত ।


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

জাতিপুঞ্জ
চত্বরে ইথিওপিয়া , সোমালিয়া থেকে যে শিশুরা এসেছে , যারা
আবারো সমবেত হয়েছে রঙিন পতাকাদের ছায়ায় , আমরা
তাদেরকে উপহার দেবো একটি করে রবীন্দ্রসঙ্গীত ।

রবীন্দ্রসঙ্গীতে কি পেট ভরে?

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ফকির ইলিয়াস এর ছবি

"Poets are the unacknowledged legislators of the world."
— Percy Bysshe Shelley

আর কি দেবার আছে বলুন !
একজন কবি আর কি ই বা দিতে পারে !
পেট না ভরলেও মন তো ভরবে ,প্রিয় কবি ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মার্কিন মুল্লুকে বইসা এই পদ্য? খাইসে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির ইলিয়াস এর ছবি

চালের দাম এখানে ও ডাবল হয়ে গেছে তো তাই
আলু খাওয়ার অভ্যেস করা আর কি !

শাহীন হাসান এর ছবি

তৈরী জীবনের কাছ থেকে কিছুই শেখার নেই আমার। ....
ভাল-লিখেছেন!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ আপনাকে।

তীরন্দাজ এর ছবি

বৃষ্টিগুলো বিলিয়ে দিতে পারলে আমরা সহজেই দাঁড়িয়ে যেতে
পারবো ভূমিসন্তানদের কাতারে ,

খুব সুন্দর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।