ঝড়বিন্দু

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ১৩/০৪/২০০৯ - ৮:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

লাইনটা সোজা করে
দাঁড়ান। বিদায়ের ঝড়বিন্দু
কুড়াতে কুড়াতে এই দক্ষিণ
সমুদ্র করে যাবো ভ্রমন।আর
ঋতুর শাদাত্বকে রেখে যাবো
কালের আঁচড়। শিশুরা খেলতে
এসে পেয়ে যাবে চৈত্রের পুষ্পভগ্নাংশ
আর অমিত বৈশাখি ভোরের লালছটা ।

ছবি - শান্তা কেবরোনা


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

বাহ্!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নাজনীন খলিল এর ছবি

বিদায়ের ঝড়বিন্দু
কুড়াতে কুড়াতে এই দক্ষিণ
সমুদ্র করে যাবো ভ্রমন।আর
ঋতুর শাদাত্বকে রেখে যাবো
কালের আঁচড়।

নতুন বৎসর অনেক আনন্দে ভরে উঠুক।

অতিথি লেখক এর ছবি

বৈশাখী নাকি বৈশাখি? আমি নিজেই তো কনফিউসড!

(তাহসিন গালিব)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।