কথার স্বরবীজ

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শনি, ১৪/১১/২০০৯ - ৮:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চলো , তার চেয়ে বরং আলাপ করি তোমাদের
পশ্চিম পুকুরের জিয়ল মাছগুলো নিয়ে, ওরা
কীভাবে লাফ দিয়ে পার হয় বাঁশের বেষ্টনী
কীভাবে মাছের রূপালী আঁশে খাবি খায়
পঞ্চদশী চাঁদ। নোলক পরা রাতের ছায়া।

আমরা আরও আলাপ করতে পারি বায়বীয়
জলবায়ু নিয়ে। কিংবা পরিবেশবাদী গবেষকের
ধ্যানে দেখে নিতে পারি দূষণমুক্ত পৃথিবীর
পদরেখা ....... আর আকাশের দিকে তাকিয়ে
বুলিয়ে নিতে পারি চোখের পরিধি , আগামী
বর্ষায় বৃষ্টিসম্ভাবনা।

আপাততঃ এগুলোই হোক আমাদের আলোচ্য
বিষয়। কারণ বাগদাদ কিংবা কাবুলে পড়ে
আছে যে রক্তাক্ত পাতাচিহ্ন , তাদের কথা
ভাবলে থেমে যেতে পারে আমাদের প্রেমালাপ,
অথবা টেক্সাসের ফোর্ট হুড সেনানিবাসে লেগে
আছে যে আততায়ী হাতের ছাপ ; তার কথা
ভাবলেও শিউরে উঠতে পারি আমরা দু’জনেই।
অতঃপর কান্নার কিনারায় খুঁজতে পারি
একে অপরের মুখছবি ।

এভাবে আমরা প্রকৃতপক্ষেই এড়িয়ে যেতে পারি
অনেকগুলো ঘটে যাওয়া হত্যাকান্ডের কথা ! তোমার
কামিজ আর আমার শার্টে লেগে থাকা রক্তদাগ ধোয়ে,
শুকিয়ে নিতে পারি। তারপর পুনরায় গায়ে দিয়ে দিব্যি
বলে বেড়াতে পারি - আমরা কোনোকালেই কোনো
নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী ছিলাম না।

এবং ঘাসের পালকে বিছিয়ে দিতে পারি আমাদের
সঞ্চিত মুদ্রার নৃত্য। নাচতে পারি আমরাও তাদের
সাথে, যারা সূর্য ডুবার আগেই এই পৃথিবীতে নামায়
ঘোর অন্ধকার । আর বলে- ‘ ভেসে যাও বিশ্ববাসী
জোসনার প্লাবনে ’।

আসলে আমাদের একটা প্লাবনের প্রয়োজন ।
অদ্ভুত ,অন্যরকম প্লাবন।
যার স্পর্শ পেয়ে ভেসে উঠবে ডুবন্ত জাহাজ।
ঢেউয়ের আড়ালে লুকিয়ে থাকা মুখ এসে দাঁড়াবে
ভূমি উপত্যকায়। সবগুলো উপসাগর মুছে যাবে
পাহাড়ী উপকথায়। আর সবগুলো মানুষ একান্তই
প্রেমের স্বরবীজে , খুঁজবে অনুগত ধ্বনিচিহ্ন।

ঠিক এরপরই

হাঁ ,এরপরই আমরাও পাল্টে নেবো
আমাদের ,
প্রতিবেশী নক্ষত্রবিষয়ক বাদবাকী কথাপ্রসঙ্গ ।

ছবি- আর্ট অব হোপ


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

ভালো লাগলো।

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ , জনাব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।